10 ​​হাজারের কমে কিনুন এই 5G ফোন, ফিচার্স জানলে চোখ ধাঁধিয়ে যাবে

অবশেষে ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হল Lava Blaze 3 5G। দেশের বাজারে এটি একটি এন্ট্রি-লেভেল স্মার্টফোন। তাই দাম তুলনামূলক সস্তা। এটি Lava Blaze 2 5G-এর…

Lava-Blaze-3-5G-launched

অবশেষে ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হল Lava Blaze 3 5G। দেশের বাজারে এটি একটি এন্ট্রি-লেভেল স্মার্টফোন। তাই দাম তুলনামূলক সস্তা। এটি Lava Blaze 2 5G-এর উত্তরসূরি হিসেবে এসেছে। নয়া মডেলটির ডিসপ্লে একই রাখা হলেও আগের তুলনায় পারফরম্যান্স বাড়ানো হয়েছে। ভাইব লাইট সহ চমকপ্রদ ডিজাইন পেয়েছে ফোনটি। চলুন Lava Blaze 3 5G-এর সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

Lava Blaze 3 5G – স্পেসিফিকেশন

   

Lava Blaze 3 5G-তে 90 হার্টজ রিফ্রেশ রেট সহ একটি 6.56-ইঞ্চি HD+ LCD 2.5D কার্ভড ডিসপ্লে প্যানেল রয়েছে। MediaTek Dimensity 6300 প্রসেসর দ্বারা চালিত এই ফোন 128GB স্টোরেজ এবং 6GB LPDDR4x ব়্যাম সহ এসেছে। আবার 1TB পর্যন্ত মাইক্রো এসডি সমর্থন করবে। ফোনটি 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। 5000 এমএএইচ ব্যাটারি ও Android 14 OS-এ নির্ভর করে চলবে এটি। 

ক্যামেরা সম্পর্কে বললে, Lava Blaze 3 5G-তে ফটো তোলার জন্য একটি 50-মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং সেলফি তোলার জন্য একটি 8-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এলইডি ফ্ল্যাশ সহ  2-মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা বর্তমান। 

Lava Blaze 3 5G – দাম

ভারতে Lava Blaze 3 5G-এর দাম 11,499 টাকা থেকে শুরু হচ্ছে। এটি 6 জিবি ও 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য। তবে অফারে এই ফোন অনেকটা সস্তায় কেনা যাবে। 18 সেপ্টেম্বর থেকে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে 9,999 টাকায় কেনা যাবে ফোনটি। আবার লাভা-র পক্ষ থেকে থাকছে বাড়িতে গিয়ে ফ্রী সার্ভিস অফার।