জুনিয়র ডাক্তারদের বৈঠক প্রসঙ্গে আগ্রাসী মনোভাব ছেড়ে নমনীয় সুর দেবাংশুর গলায়!

আজ অর্থাৎ ১৬ সেপ্টেম্বর আবার মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠকের (Junior Doctors Meeting) আয়োজন করা হয়েছে। মুখ্যসচিবের তরফে সেই বৈঠকের চিঠি ইতিমধ্যেই জুনিয়র ডাক্তারদের পাঠানো হয়েছে। এই…

TMC Social Media Incharge Debangshu Bhattacharya on Mamta Banerjee's comment on durga puja

আজ অর্থাৎ ১৬ সেপ্টেম্বর আবার মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠকের (Junior Doctors Meeting) আয়োজন করা হয়েছে। মুখ্যসচিবের তরফে সেই বৈঠকের চিঠি ইতিমধ্যেই জুনিয়র ডাক্তারদের পাঠানো হয়েছে। এই প্রসঙ্গে তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য্য তার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “মনে প্রাণে চাই আজকের কালীঘাটের মিটিংটা সফল হোক। জুনিয়র ডাক্তার দাদা-ভাই-বোনেরা কাজে ফিরুক। তাদেরও সুরক্ষার বন্দোবস্ত হোক। হাসপাতালে আসা গরীব গুলোও প্রাণে বাঁচুক.. ❤
সবটা মিলে “মধূরেন সমাপয়ৎ” হোক।”

   

সর্বোপরি, আগ্রাসী মনোভাব ছেড়ে বোঝাপড়া চাইছেন যুবনেতা দেবাংশু ভট্টাচার্য্য। ন্যায়বিচারের দাবিতে যে বৈঠক হবার কথা ছিল তা এর আগেও দুইবার বৈঠক ভেস্তে গেছে। লাইভ স্ট্রিমিং-এর শর্ত বজায় না রাখায় এই বৈঠক হয়নি। তাই আজ বিকেল পাঁচটার সময় জুনিয়র চিকিৎসকদের (Junior Doctors Meeting) মুখ্যমন্ত্রীর বাড়ি কালীঘাটে এই বৈঠকের ডাক দিয়েছেন মুখ্য সচিব।

মুখ্য সচিবের ইমেলে ‘মিনিটস অফ মিটিংস’-এর কথা উল্লেখ করে জানানো হয়েছে যে বৈঠকের লিখিত বিবরণী সই করে উভয়পক্ষকে দিয়ে দেওয়া হবে। তবে আজকের বৈঠকে কোনও ভিডিওগ্রাফি বা লাইভ স্ট্রিমিং হবে না বলেই সরকারের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। আজকের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকার কথাও জানিয়ে দেওয়া হয়েছে।