এবার টালা থানার প্রাক্তন ওসির স্ত্রীকে তলব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার

তিলোত্তমার খুন ও ধর্ষণ কাণ্ডে শনিবার রাতেই টালা থানার ওসি অভিজিৎ মন্ডলকে (Abhijit Mondal)গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ সেই সঙ্গে ফের সন্দীপ ঘোষকেও গ্রেফতার করে…

তিলোত্তমার খুন ও ধর্ষণ কাণ্ডে শনিবার রাতেই টালা থানার ওসি অভিজিৎ মন্ডলকে (Abhijit Mondal)গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ সেই সঙ্গে ফের সন্দীপ ঘোষকেও গ্রেফতার করে সিবিআই৷ ইতিমধ্যেই শিয়ালদহ থানায় অভিজিৎকে জেরা করে চলেছেন সিবিআই৷ রাতভর দফায় দফায় চলছে জেরা৷ সেই সঙ্গে এবার টালা থানার প্রাক্তন ওসির স্ত্রীকেও তলব কেন্দ্রীয় তদন্তকারী সংসস্থার৷

আজ সোমবার তাঁকে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। সোই তালিকায় নাম রয়েছে আইনজীবী শঙ্খজিৎ মিত্রেরও৷ কিন্তু ওসির স্ত্রীকে কেন তলব? সেই বিষয় নিয়ে জানা গিয়েছে,তিলোত্তমার বিষয় নিয়ে টালা থানার ওসি বাড়িতে কিছু জানিয়েছেন কীনা? তাঁকে দেখে স্ত্রী-র সন্দেহজনক কিছু মনে হয়েছে কিনা? পাশাপাশি ওসিকে নানা ধরনের প্রশ্নের উত্তরে অসঙ্গতি মিলেছে৷ তাই স্ত্রীকেও তলব করা হয়েছে বলে সূত্রের খবর৷

   

রবিবারই সিবিআই-এর তরফে আইনজীবী আদালতে সওয়াল করেন,“ওসি একজন সন্দেহভাজন। কিন্তু আসল ঘটনা সামনে আনার দায়িত্ব রয়েছে৷ তবে টালা থানার ওসি সেই দায়িত্ব এড়িয়ে গিয়েছেন৷ ”