স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হল সন্দীপ এবং অভিজিৎকে

আজ অর্থাৎ ১৬ সেপ্টেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হল সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডলকে (Sandip Ghosh Medical Check Up)। এই মুহূর্তে সিজিও কমপ্লেক্স থেকে…

Calcutta High Court directs kolkata police to provide security to RG Kara Medical College Ex Principal Dr Sandeep Ghosh, কলকাতা হাইকোর্টের নির্দেশ, পুলিশ প্রশাসনকে আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও তাঁর পরিবাকে প্রয়োজনীয় নিরাপত্তা দিতে হবে

আজ অর্থাৎ ১৬ সেপ্টেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হল সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডলকে (Sandip Ghosh Medical Check Up)। এই মুহূর্তে সিজিও কমপ্লেক্স থেকে বের করে আনা হয়েছে তাদের। বি আর সিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাদের। গতকাল অর্থাৎ ১৫ সেপ্টেম্বর আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধক্ষ্য ও টালা থানার ওসি অভিজিৎ মন্ডলকে আদালতে পেশ করা হয়েছিল।

দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট, বৃষ্টি থাকবে আর কতদিন?

   

এর আগে টানা ১৬ দিন জেরার পর ২ সেপ্টেম্বর আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষকে আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়। তারপর টালা থানার ওসিকে টানা ৮ দিন জেরা করার পর আরজি করে খুন ও ধর্ষণের মামলায় গ্রেফতার করা হয় তাকে। অভিজিৎ মণ্ডল ও সন্দীপ ঘোষকে ১৪ সেপ্টেম্বর আরজি কর মেডিক্যাল কলেজের খুন ও ধর্ষণের মামলায় গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, আর জি কর হাসপাতালের চিকিৎসক তরুণীকে খুন ও ধর্ষণের ঘটনায় ধৃত টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল এবং অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গতকাল আদালতে পেশ করার সময় যাতে আদালত চত্বরে বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, সেইদিকে নজর রাখছিল পুলিশ ও প্রশাসন। দ্বিস্তরীয় গার্ডরেল দিয়ে আদালত চত্বরের প্রায় ৫০ মিটার ঘিরেও দেওয়া হয়েছিল। তাও আদালতের বাইরে তাদের দেখে ‘বাংলার কলঙ্ক’ বলে স্লোগান ওঠে। বিক্ষুব্ধ জনগণের একাংশ জুতোও দেখায় তাদের। এখন ন্যায়বিচারের আশায় সকলে আগামীকাল সুপ্রিম কোর্টের শুনানির দিকে তাকিয়ে রয়েছে।