দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট, বৃষ্টি থাকবে আর কতদিন?

সপ্তাহের শুরুতে বৃষ্টি (Heavy Rainfall) কমার নামই নেই। ঝোড়ো হাওয়ার সঙ্গে দফায় দফায় বৃষ্টি এসে রাস্তাঘাট ভিজিয়ে দিয়ে যাচ্ছে। বিগত দু’দিন যাবৎ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়…

সপ্তাহের শুরুতে বৃষ্টি (Heavy Rainfall) কমার নামই নেই। ঝোড়ো হাওয়ার সঙ্গে দফায় দফায় বৃষ্টি এসে রাস্তাঘাট ভিজিয়ে দিয়ে যাচ্ছে। বিগত দু’দিন যাবৎ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে তার জেরে রাস্তাঘাটে এবার জল জমতে শুরু করেছে। এই আবহে প্রত্যেকের মনে একটাই প্রশ্ন, বৃষ্টি কমবে কবে?

আলিপুর আবহাওয়া দফতর (IMD) সূত্রে খবর আজ সোমবার অর্থাৎ ১৬ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে সকাল থেকে অনবরত বৃষ্টি হয়েই চলেছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে সৃষ্টি হওয়া অতি গভীর নিম্নচাপের কারণে এই বৃষ্টিপাত হচ্ছে। কলকাতায় বৃষ্টির পরিমাণ বাড়ার পাশাপাশি, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জেলাতেও বৃষ্টির পরিমাণ বাড়বে। আজ কলকাতার (Kolkata Weather) সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৬ ডিগ্রির আশেপাশে। স্বাভাবিকভাবেই বৃষ্টির জেরে একধাক্কায় তাপমাত্রা বেশখানিকটা কমে গেছে।

   

এছাড়া আজ হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২২ তারিখ পর্যন্ত কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মাঝারি বৃষ্টির আবহাওয়া বজায় থাকবে। রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাবার ক্ষেত্রে নিষেধাজ্ঞা এবং সতর্কতাও জারি করা হয়েছে।

দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির (North Bengal Weather) সম্ভাবনা রয়েছে আজ। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোনও অঞ্চলে লাল সতর্কতা এখনও পর্যন্ত জারি করা হয়নি।