কলকাতা ফুটবল লিগে (CFL) ফের অঘটন। গ্ৰুপ পর্বের পর এবার সুপার সিক্সে ধাক্কা খেল মহামেডান স্পোর্টিং ক্লাব। নির্ধারিত সূচি অনুযায়ী আজ বিকেলে নৈহাটির বঙ্কিমাঞ্চল স্টেডিয়ামে ক্যালকাটা কাস্টমসের বিপক্ষে খেলতে নেমেছিল হাকিম সেগেন্ডোর ছেলেরা। নির্ধারিত সময়ের শেষে ২-১ গোলের ব্যবধানে পরাজিত হতে হয় ময়দানের এই তৃতীয় প্রধান দলকে। একটা সময় দুই গোলের ব্যবধানে পিছিয়ে থাকলেও পরবর্তীতে একটি গোল শোধ করেছিল সাদা-কালো ব্রিগেড। কিন্তু ম্যাচে ফেরা সম্ভব হয়নি।
যারফলে খালি হাতেই মাঠ ছাড়তে হল মহামেডান দলকে। অন্যদিকে, প্রথম ম্যাচে ইমামি ইস্টবেঙ্গলের কাছে আটকে যেতে হয়েছিল ক্যালকাটা কাস্টমস ফুটবল ক্লাবকে। তবে এই দ্বিতীয় ম্যাচ থেকেই জয়ে ফিরল ময়দানের এই ফুটবল ক্লাব। বলতে গেলে ইস্টবেঙ্গল ম্যাচ হারের পর মহামেডানকে হারিয়ে বদলা নিল বিশ্বজিৎ ভট্টাচার্যের ছেলেরা। এদিন শুরু থেকেই যথেষ্ট চনমনে মেজাজে দেখা গিয়েছিল উজ্বল হাওলাদারদের। তাঁদের আটকাতে গিয়ে যথেষ্ট বেগ পেতে হচ্ছিল সাদা-কালো ব্রিগেডকে।
ম্যাচের ২৯ মিনিটের মাথায় প্রতিপক্ষের রক্ষনভাগের ফুটবলারদের ভুল বোঝাবুঝির সুযোগ নিয়ে গোল করে যান রবি হাঁসদা। যা নিঃসন্দেহে চাপে ফেলে দিয়েছিল ব্ল্যাক প্যান্থার্সদের। তারপর ৪৫ মিনিটের মাথায় ফের গোল। কর্নার থেকে গোল করে ব্যবধান বাড়িয়ে দেন উজ্বল হাওলাদার। ফলাফল গিয়ে দাঁড়ায় ২-০ গোল। মাঝে বেশ কয়েকবার গোলের সুযোগ থাকলেও তা কাজে লাগাতে পারেনি কাস্টমস দল। প্রথমার্ধের শেষে সেই দুইটি গোলের ব্যবধানেই এগিয়ে থাকে কাস্টমস।
তারপর দ্বিতীয়ার্ধে বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করলেও কাজের কাজ হয়নি। শেষ পর্যন্ত পরাজিত হতে হয় মহামেডান স্পোর্টিং ক্লাবকে। যা নিয়ে হতাশ সাদা-কালো সমর্থকরা। পরবর্তী ম্যাচ থেকে ঘুরে দাঁড়ানোই এখন অন্যতম লক্ষ্য সাদা-কালো ব্রিগেডের। আগামী ২০শে সেপ্টেম্বর শক্তিশালী ইমামি ইস্টবেঙ্গলের মুখোমুখি হতে হবে রেড রোডের এই ফুটবল ক্লাবকে।