স্থানীয় ‘দাপুটে’ তৃণমূল (TMC) নেতার জন্মদিনে উর্দি গায়ে হাজির মুর্শিদাবাদের রানিনগর থানার এক পুলিশ আধিকারিক। জন্মদিনে তৃণমূল নেতা কেক কাটেন। মাথায় ‘বার্থডে ক্যাপ’ পরে সেই কেক খেলেন ওই পুলিশ আধিকারিক। তারপর নেতার অনুগামীরা কেক মাখিয়ে দেন ওই পুলিশ আধিকারিকের মুখে।
শাহ রাজি, কিন্তু জয়শঙ্করের আপত্তিতেই রুশ সফর হল না ফিরহাদের
আর সেই ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক। তৃণমূল (TMC) নেতৃত্ব এই বিতর্ক পাত্তা না দিলেও গোটা ঘটনায় বেকায়দায় পড়তে হয়েছে ওই পুলিশ আধিকারিককে। এই প্রসঙ্গে পুলিশ আধিকারিক বলেন, “এসব এতকিছু ভেবেচিন্তে করি নি।”
রবিবাসরীয় বিকেলে জুনিয়র ডাক্তারদের মিছিলে ফের উত্তাল কলকাতা
শনিবার মুর্শিদাবাদের রানিনগর-২ ব্লকের তৃণমূল নেতা সোহেল রানা মণ্ডলের জন্মদিনে হাজির ছিলেন স্থানীয় নেতা-কর্মী থেকে পঞ্চায়েত ও প্রশাসনের কেউ কেউ। আমন্ত্রিত ছিলেন রানিনগর থানার পুলিশ আধিকারিক তাজ আলমও। সেই জন্মদিনের আসরের ছবিই ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। তাতে দেখা যাচ্ছে ওই নেতার অনুগামীরা পুলিশ আধিকারিকের মুখে কেক মাখিয়ে দিচ্ছেন, তারপর তাঁর মাথায় একটি বার্থডে ক্যাপও পড়িয়ে দেওয়া হয়।
বাড়ছে রোগী মৃত্যু…জুনিয়ার ডাক্তারদের কাজে ফেরাতে সোচ্চার দেশ বাঁচাও গণমঞ্চ
আর এই ঘটনা সামনে আসতেই মুখ খুলেছে বিরোধীরা। বিজেপির বক্তব্য, আমরা বিরোধীরা তো বরাবর দাবি করে এসেছি যে পুলিশ প্রশাসন তৃণমূলের দলদাস হয়ে কাজ করছে। যে ভিডিয়ো আপনারা দেখতে পাচ্ছেন, এটা তো নতুন কিছু নয়। তারপরেও কী ভাবে বিশ্বাস করা যাবে যে রাজনৈতিক গন্ডগোলে পুলিশ নিরপেক্ষ ভাবে তদন্ত করবে। যদিও এই বিষয়টিকে আমল দিতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব।