দু’দিনের মধ্যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এবার বড় দাবি অধীরের

মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফার ঘোষণা করে সকলকে চমকে দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার জেলমুক্তি এরপর আজ রবিবার পদত্যাগের ঘোষণা, সব মিলিয়ে নতুন করে সকলের আলোচনার কেন্দ্রবিন্দুতে…

মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফার ঘোষণা করে সকলকে চমকে দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার জেলমুক্তি এরপর আজ রবিবার পদত্যাগের ঘোষণা, সব মিলিয়ে নতুন করে সকলের আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন কেজরিওয়াল। এদিকে কেজরিওয়ালে পদত্যাগ প্রসঙ্গে বড় মন্তব্য করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)।

আজ কেজরিওয়াল ঘোষণা করেছেন যে তিনি আগামী দুদিনের মধ্যে দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন। এরপরেই অধীর রঞ্জন আজ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, ‘এটা সম্পূর্ণটাই তাঁর ইচ্ছা। তিনি যদি জেলে মুখ্যমন্ত্রী হতে পারেন, তাহলে বাইরেও মুখ্যমন্ত্রী থাকতে পারবেন। হতে পারে, আরও গুরুতর বিষয় রয়েছে যা মোকাবেলা করা দরকার সেজন্য তিনি এরকম সিদ্ধান্ত নিয়েছেন।’

   

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বড় ঘোষণা করেছেন। আগামী দু’দিনের মধ্যেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। তিনি বলেন, ‘নতুন মুখ্যমন্ত্রী ঠিক করতে আগামী দু’দিনের মধ্যে পরিষদীয় দল বৈঠক করবে। পরবর্তী মুখ্যমন্ত্রীও হবেন আম আদমি পার্টির কেউ।’ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আম আদমি পার্টির কর্মীদের উদ্দেশে বলেন, ‘জনগণের আদালতে না জেতা পর্যন্ত আমি মুখ্যমন্ত্রী হব না। আমি চাই নভেম্বরে দিল্লিতে নির্বাচন হোক। মানুষ ভোট দিলে জেতার পর আমি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসব।’

আপ কর্মীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, “জনগণের আশীর্বাদ নিয়ে বিজেপির সমস্ত ষড়যন্ত্রের মোকাবিলা করার শক্তি তাদের রয়েছে। আমরা বিজেপির কাছে মাথা নত করব না, থামব না, বিক্রি করব না। আজ আমরা দিল্লির জন্য এত কিছু করতে পেরেছি কারণ আমরা সৎ। আজ বিজেপি আমাদের সততাকে ভয় পায়, কারণ ওরা সৎ নয়।”

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘আমি ‘পয়সা সে সত্তা অউর সত্তা সে পয়সা’ গেমের অংশ হতে আসিনি। দু’দিন পরেই আমি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেব। আমি আদালত থেকে ন্যায়বিচার পেয়েছি, এখন জনগণের আদালত আমাকে ন্যায়বিচার দেবে।’ আপ-এর আহ্বায়ক জানিয়েছেন, ‘আমাদের বড় শত্রু আছে। সত্যেন্দ্র জৈন এবং আমানাতুল্লাহ খানও শীঘ্রই মুক্তি পাবেন। আমাদের উপর ভগবান ভোলেনাথের হাত রয়েছে, তাঁর আশীর্বাদ আমাদের সঙ্গে রয়েছে।’