মুখ্যমন্ত্রীর ‘লোক দেখানো’ পদত্যাগ! তোপ বিজেপি নেতার

দিল্লির রাজনীতিতে নাটকীয় মোড়। দুদিনের মধ্যে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করলেন অরবিন্দ কেজরিওয়াল। যদিও বিষয়টিকে পিআর স্টান্ট বলে কটাক্ষ করল বিজেপি (BJP)।…

মুখ্যমন্ত্রীর 'লোক দেখানো' পদত্যাগ! তোপ বিজেপি নেতার

দিল্লির রাজনীতিতে নাটকীয় মোড়। দুদিনের মধ্যে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করলেন অরবিন্দ কেজরিওয়াল। যদিও বিষয়টিকে পিআর স্টান্ট বলে কটাক্ষ করল বিজেপি (BJP)।

বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভান্ডারি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন। বিজেপি নেতা বললেন, ‘কেজরিওয়াল বুঝতে পেরেছেন, দিল্লির মানুষের কাছে তাঁর ভাবমূর্তি সৎ নেতার নয়, দুর্নীতিগ্রস্ত নেতার, আজ আম আদমি পার্টি সারা দেশে দুর্নীতিগ্রস্ত দল হিসেবে পরিচিত। অরবিন্দ কেজরিওয়াল তার পিআর স্টান্টের অংশ হিসাবে তার ভাবমূর্তি পুনর্নির্মাণ করতে চান। স্পষ্টতই, তিনি সোনিয়া গান্ধী মডেল বাস্তবায়ন করতে চান, যেখানে তিনি মনমোহন সিংকে ডামি প্রধানমন্ত্রী করে পর্দার আড়াল থেকে সরকার চালিয়েছিলেন। তিনি আজ বুঝতে পেরেছেন যে আম আদমি পার্টি দিল্লি নির্বাচনে হারছে এবং দিল্লির মানুষ তাঁর নামে ভোট দিতে পারে না, তাই তিনি অন্য কাউকে বলির পাঁঠা বানাতে চান।’

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বড় ঘোষণা করেছেন। আগামী দু’দিনের মধ্যেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। তিনি বলেন, ‘নতুন মুখ্যমন্ত্রী ঠিক করতে আগামী দু’দিনের মধ্যে পরিষদীয় দল বৈঠক করবে। পরবর্তী মুখ্যমন্ত্রীও হবেন আম আদমি পার্টির কেউ।’ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আম আদমি পার্টির কর্মীদের উদ্দেশে বলেন, ‘জনগণের আদালতে না জেতা পর্যন্ত আমি মুখ্যমন্ত্রী হব না। আমি চাই নভেম্বরে দিল্লিতে নির্বাচন হোক। মানুষ ভোট দিলে জেতার পর আমি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসব।’

আপ কর্মীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, “জনগণের আশীর্বাদ নিয়ে বিজেপির সমস্ত ষড়যন্ত্রের মোকাবিলা করার শক্তি তাদের রয়েছে। আমরা বিজেপির কাছে মাথা নত করব না, থামব না, বিক্রি করব না। আজ আমরা দিল্লির জন্য এত কিছু করতে পেরেছি কারণ আমরা সৎ। আজ বিজেপি আমাদের সততাকে ভয় পায়, কারণ ওরা সৎ নয়।”

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘আমি ‘পয়সা সে সত্তা অউর সত্তা সে পয়সা’ গেমের অংশ হতে আসিনি। দু’দিন পরেই আমি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেব। আমি আদালত থেকে ন্যায়বিচার পেয়েছি, এখন জনগণের আদালত আমাকে ন্যায়বিচার দেবে।’ আপ-এর আহ্বায়ক জানিয়েছেন, ‘আমাদের বড় শত্রু আছে। সত্যেন্দ্র জৈন এবং আমানাতুল্লাহ খানও শীঘ্রই মুক্তি পাবেন। আমাদের উপর ভগবান ভোলেনাথের হাত রয়েছে, তাঁর আশীর্বাদ আমাদের সঙ্গে রয়েছে।’

Advertisements