Odisha FC- ২
Chennaiyin FC- ৩
ইন্ডিয়ান সুপার লিগে (ISL 2024-25) টানটান উত্তেজনাপূর্ন ওডিশা এফসি বনাম চেন্নাইয়িন এফসি (Odisha FC vs Chennaiyin FC) ম্যাচ। অতিরিক্ত সময়ে বাড়ল উত্তেজনার পারদ। শেষ মুহূর্তে গোল করলেও ওডিশা এফসিকে জেতাতে পারলেন না রয় কৃষ্ণা।
৫৬ রান করলেই KKR ব্যাটারের মহারেকর্ড!
চলতি ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল ওডিশা এফসি ও চেন্নাইয়িন এফসি। শনিবার কলিঙ্গ স্টেডিয়ামে ম্যাচ শুরু হওয়ার ১০ মিনিটের মধ্যে গোল করে ওডিশা এফসিকে এগিয়ে দেন দিয়েগো মোরিসিও। পেনাল্টি থেকে বল জালে জড়াতে ভুল করেননি তিনি। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমরার্ধ্বে খেলা শেষ করেছিল সের্জিও লোবেরার ছেলেরা।
ম্যাচের বেশিরভাগ সময় বলের দখল ওডিশা এফসির কাছে থাকলেও আক্রমণ গড়ার ক্ষেত্রে বিপজ্জনক দেখিয়েছে চেন্নাইয়িন এফসিকে। ওয়েন কয়েলের দল একাধিকবার অমরিন্দর সিংকে ফেলেছিলেন পরীক্ষার মুখে। চাপের মুখে ভুল করেছিলেন অমরিন্দর। চেন্নাইয়িন গতিশীল আক্রমণ ফাটল ধরিয়েছিল ওডিশা এফসির রক্ষণে।
রোহিত-যশস্বীর বিকল্প বাংলার অভিমন্যু?
উইং থেকে গড়া আক্রমণ থেকে বল পেয়ে চেন্নাইয়িনকে সমতায় ফেরান ফারুক চৌধুরী। ৪৮ মিনিটে স্কোরলাইন ১-১। মিনিট তিন পরেই আবার তাঁর গোল। বল ক্লিয়ার করতে গিয়ে প্রতিপক্ষ দলের ফুটবলারের পায়ে বল তুলে দিয়েছিলেন অমরিন্দর। ঠান্ডা মাথায় গোল করে চেন্নাইয়িন এফসিকে লিড এনে দেন ফারুক। এদিনের ম্যাচে ফারুক জোড়া গোল করেছেন। ৬৯ মিনিটে দলের তিন নম্বর গোলটি করেন ড্যানিয়েল চিমা চুকুউ।
.@ChennaiyinFC breach the Kalinga fortress with a resounding comeback win! 🔥#OFCCFC #ISL #LetsFootball #ISLonJioCinema #ISLonSports18 #OdishaFC #ChennaiyinFC | @Sports18 pic.twitter.com/gThSb9MEKj
— Indian Super League (@IndSuperLeague) September 14, 2024
নব্বই অতিরিক্ত সময়ে আক্রমণের ঝাঁঝ আরও বাড়িয়েছিল ওডিশা এফসি। গোল করেন রয় কৃষ্ণা। আরও একটি গোল করার সুযোগ পেয়েছিলেন। ৯০+৫ মিনিটে কৃষ্ণা গোল করলেও কলিঙ্গ স্টেডিয়াম থেকে জয়ী দলের তকমা নিয়েই মাঠ ছাড়ল চেন্নাইয়িন এফসি।