সন্ধে ৬টায় কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন আন্দোলনকারীরা

RG Kar: যেমন কথা তেমন কাজ, আজ শনিবার সন্ধেতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন জুনিয়র চিকিৎসকরা। খুব সম্ভবত আজ সন্ধে ৬টা নাগাদ মুখ্যমন্ত্রীর…

mamata kalighat

RG Kar: যেমন কথা তেমন কাজ, আজ শনিবার সন্ধেতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন জুনিয়র চিকিৎসকরা। খুব সম্ভবত আজ সন্ধে ৬টা নাগাদ মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে বৈঠকে বসতে চলেছেন। 

মুখ্যসচিবের তরফে মেইল করে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠিকে ১৫ জন থাকতে পারবেন। যদিও আন্দোলনকারীরা ৩০ জনকে নিয়ে যেতে চান বলে খবর। অর্থাৎ আর ২৫ মিনিট পরেই দু পক্ষের মধ্যে বৈঠক হওয়ার সম্ভাবনা। তবে চিকিৎসকরা কী করবেন সেদিকে নজর থাকবে সকলের। আন্দোলনকারীদের বক্তব্য, ‘ভয় দেখিয়ে মাথায় হাত বুলিয়ে আন্দোলন তোলা যাবে না। ভেবেছিলাম প্রশাসনিক জায়গায় বৈঠক হবে।’  

   

Image

শনিবাসরীয় দুপুরে সকলকে চমকে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিলোত্তমার সঙ্গে হওয়া অন্যায়ের বিচারের (RG Kar Protest) দাবিতে আন্দোলনকারীদের ধর্নামঞ্চে হাজির হন মুখ্যমন্ত্রী। তিনি সকলকে নতুন করে হাতজোড় করে কাজে ফেরার আহবান জানান। সেইসঙ্গে আরজি করের ঘটনা নিয়ে তিনি যে আলোচনা করতে ইচ্ছুক তাও জানিয় দেন। এদিকে মুখ্যমন্ত্রীর আশ্বাসের পর আলোচনায় বসতে রাজি হলেন আন্দোলনকারীরা।

আজ মুখ্যমন্ত্রী যেতেই আন্দোলনকারী চিকিৎসক অনিকেত মাহাতো জানান, ‘মুখ্যমন্ত্রীর সঙ্গে এখনই আলোচনায় বসতে চাই। ৫ দফা দাবি নিয়ে আমরা আলোচনায় বসবো। আমরা নিজেদের মধ্যে দ্রুত আলোচনা করবো। মুখ্যমন্ত্রীর উদ্যোগকে সাধুবাদ জানাই। যদিও এই উদ্যোগ আরও অনেক আগে হওয়া উচিৎ ছিল। মুখ্যমন্ত্রী আলোচনার সদিচ্ছা দেখিয়েছেন।’

এদিন দুপুরে আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে দেখা করতে কলকাতার স্বাস্থ্যভবনে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত মাসে কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণ ও খুনের পর থেকে মঙ্গলবার পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতরের সদর দফতর স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসেন চিকিৎসকরা। তারপর রাজ্য সরকার এবং চিকিৎসকদের মধ্যে আলোচনার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু শেষ মুহূর্তে তা ভেস্তে যায়।