SSC-র গ্রুপ ডি ‘ভুয়ো’ নিয়োগকাণ্ডে বড় পদক্ষেপ হাইকোর্টের

SSC-র গ্রুপ ডি ‘ভুয়ো’ নিয়োগকাণ্ডে নয়া মোড়। বড় পদক্ষেপ নিল কলকাতা হাইকোর্ট। এবার ‘ভুয়ো’ নিয়োগ বাতিল করল হাইকোর্ট। এই প্রথম চাকরি বাতিলের নির্দেশ দিল হাইকোর্ট।…

SSC-র গ্রুপ ডি 'ভুয়ো' নিয়োগকাণ্ডে বড় পদক্ষেপ হাইকোর্টের

SSC-র গ্রুপ ডি ‘ভুয়ো’ নিয়োগকাণ্ডে নয়া মোড়। বড় পদক্ষেপ নিল কলকাতা হাইকোর্ট। এবার ‘ভুয়ো’ নিয়োগ বাতিল করল হাইকোর্ট। এই প্রথম চাকরি বাতিলের নির্দেশ দিল হাইকোর্ট। শুধু তাই নয়, এই ‘ভুয়ো’ নিয়োগে খরচ হওয়া সরকারের টাকা পুনরুদ্ধারেরও নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর।

সম্প্রতি মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে নিয়োগের অভিযোগ পায় হাইকোর্ট। এরপর এসএসসি একটি রিপোর্ট দিয়ে জানায় যে চাকরির সুপারিশ তাদের নয়। নারাজোল এ এল খান বিদ্যালয়ে এই ‘ভুয়ো’ চাকরির অভিযোগ অভিযোগ উঠেছে। আদালতের তরফ থেকে সমস্ত নথি বিচারবিভাগীয় অনুসন্ধান কমিটির কাছে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে এসএসসি-কে। সেইসঙ্গে ভুয়ো চাকরিপ্রাপককে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়েছে হাইকোর্ট। গোটা ঘটনার সঠিক তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

   

সাম্প্রতিক সময়ে রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে বার বার অভিযোগ উঠেছে নিয়োগের স্বচ্ছতা নিয়ে। যে কারণে অধিকাংশ সময়ে নিজেদের অধিকার পেতে আদালতের দ্বারস্থ হতে হয় চাকুরী প্রার্থীদের।

Advertisements

SSC র বিরুদ্ধে এবার ১১ দফার অভিযোগ আনলেন একাদশ, দ্বাদশ শ্রেণীর ৩২জন চাকুরিপ্রার্থী।যাঁরা সকলেই চাকুরী পাওয়ার অপেক্ষায় ছিলেন। অর্থাৎ নিয়োগ তালিকায় ওয়েটিংয়ে। এবার রাজ্যের স্কুল সার্ভিস কমিশের বিরুদ্ধেই কমিশনে অভিযোগ জানালেন শ্রীমন্ত মাইতি সহ ৩২জন চাকুরী প্রার্থী।