দিল্লি থেকে সেলিমের হুঙ্কার ‘কতজন কলতানকে ধরবে মমতা ব্যানার্জি?’

তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ সাংবাদিক সম্মেলনে আরজি কর হাসপালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা (RG Kar Case) একটি অডিও ক্লিপ প্রকাশ্যে এনেছিলেন। সেই ক্লিপিং সূত্রে…

mohd selim

তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ সাংবাদিক সম্মেলনে আরজি কর হাসপালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা (RG Kar Case) একটি অডিও ক্লিপ প্রকাশ্যে এনেছিলেন। সেই ক্লিপিং সূত্রে গ্রেফতার করা হয়েছে সিপিআইএমের (CPIM) যুব নেতা কলতান দাশগুপ্তকে (Kalatan Dasgupta)। এই অডিও ক্লিপে (Viral Audio Clip) আন্দোলনকারী ডাক্তারদের উপর হামলার ছকের কথা প্রকাশ্যে এসেছে। দলীয় যুবনেতার গ্রেফতারের ঘটনায় সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Salim) বলেছেন ‘কতজন কলতানকে ধরবে মমতা ব্যানার্জি?’

সিপিআই এম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির প্রয়াণের পর তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে দিল্লিতে এসেছেন সেলিম। দিল্লি থেকেই তিনি হুঙ্কার ছাড়ে। সেলিম বলেছেন, এই কুনালের রঙ্গ বাংলা দেখে নিয়েছে।’

   

সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছেন ‘‘ফোন ট্যাপ করছে সরকার। কেন্দ্রীয় সরকার অথবা রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর কেবল ফোন ট্যাপ করতে পারে। তা’হলে সেই অডিও ক্লিপিংস তৃণমূলের নেতা কুনাল ঘোষের কাছে কীভাবে গেল।’

সেলিম বলেন, ‘‘এই কুনাল ঘোষই বলেছিল চিট ফান্ড কাণ্ডে সবচেয়ে বড় বেনিফিশিয়ারি মমতা ব্যানর্জি। ও তো বলেছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখোমুখি বসিয়ে দিন তা’হলেই বেরিয়ে যাবে চিটফান্ডের টাকা কোথায় কিভাবে গেছে।’’