হাওড়া থেকে দেরিতে ছাড়বে ট্রেন, আচমকাই সময় বদলে দিল রেল

আজ আপনারও কি হাওড়া বা শালিমার (Howrah-Shalimar) হাওড়া থেকে ট্রেন ধরার প্ল্যান রয়েছে? তাহলে আপনার জন্য রইল বড় খবর। আজ শনিবার ছুটির দিনে আচমকাই বেশ…

howrah

আজ আপনারও কি হাওড়া বা শালিমার (Howrah-Shalimar) হাওড়া থেকে ট্রেন ধরার প্ল্যান রয়েছে? তাহলে আপনার জন্য রইল বড় খবর। আজ শনিবার ছুটির দিনে আচমকাই বেশ কিছু ট্রেনের সময়সীমা বদলে দিল রেল। আর এই বিষয়ে এক্স হ্যান্ডেলে বড়সড় তথ্য দিল দক্ষিণ-পূর্ব রেল। হ্যাঁ ঠিকই শুনেছেন।

দক্ষিণ-পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আজ শনিবার ট্রেন অম্বর ১২৮৪১ শালিমার-এমজিআর চেন্নাই সেন্ট্রাল করমন্ডল এক্সপ্রেসের সময়সীমা বদলে দেওয়া হয়েছে। আজ এই ট্রেনটি দুপুর ১৫:২০-র বদলে সন্ধে ১৮:২৫ মিনিট নাগাদ শালিমার স্টেশন থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দেবে।

   

এছাড়া এদিন ট্রেন নম্বর ২২৮৭৭ হাওড়া-এরনাকুলাম অন্ত্যোদয় এক্সপ্রেস দুপুর ১৪:৫০-র বদলে সন্ধে ১৮:৩০ মিনিট নাগাদ হাওড়া স্টেশন থেকে এরনাকুলামের উদ্দেশ্যে রওনা দেবে। ইতিমধ্যে এরকম সময় বদলে দেওয়ার জন্য রেলের তরফে যাত্রী সাধারণের কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে নানা কারণে হাওড়া-শিয়ালদহ ডিভিশন থেকে শুরু করে নানা ডিভিশনের ট্রেন হয় বাতিল করে দেওয়া হচ্ছে, সময় বদলে দেওয়া হচ্ছে নয়তো রুট বদলে দেওয়া হচ্ছে। এদিকে রেলের এহেন খামখেয়ালি মনোভাবের মাশুল গুনতে হচ্ছে সাধারণ মানুষকে।

এদিকে ওভারব্রিজ রক্ষণাবেক্ষনের জন্য শনিবারের পর আজ রবিবারও শিয়ালদহ-বনগাঁ শাখায় একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল থাকবে। এমনটাই জানানো হয়েছে পূর্ব রেলের তরফে। পূর্ব রেল জানিয়েছে, সেতু রক্ষণাবেক্ষণের কাজ রেলওয়ে অবকাঠামো ব্যবস্থাপনার একটি প্রয়োজনীয় দিক। ট্রেন পরিষেবার নিরবচ্ছিন্ন ব্যবস্থার জন্য সু-রক্ষণাবেক্ষণ করা সেতুগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেতুগুলির কাঠামোগত দৃঢ়তা নিশ্চিত করা পরিষেবা বিঘ্নিত এবং বিলম্বের ঝুঁকি হ্রাস করে। যে কারণে মধ্যমগ্রাম এবং বিরাটি স্টেশনের মাঝে থাকা সেতুগুলির রক্ষনাবেক্ষণের কাজ চলবে। আজ রবিবার মধ্যমগ্রাম এবং বিরাটি স্টেশনগুলির মধ্যে আপ লাইনে ১০ ঘন্টা (২২:৩০ ঘন্টা থেকে ৮:৩০ ঘন্টা) ট্র্যাফিক এবং পাওয়ার ব্লকের পরিকল্পনা করা হয়েছে।

রবিবার যে যে ট্রেন বাতিল থাকবে সেগুলি হল
১) হাসনাবাদ-শিয়ালদহ: DN 33512, 33514/UP 33511,33517।
২) বনগাঁ-শিয়ালদহ: DN 33812, 33814, 33818, 33820/UP 33811, 33813, 33815, 33817
৩) দত্তপুকুর-শিয়ালদহ: DN 33612, 33618 /UP 33613,
৪) লক্ষ্মীকান্তপুর-নামখানা: DN 34924/UP 34923।
৫) মাঝেরহাট-লক্ষ্মীকান্তপুর: DN 30712/UP 30711।
৬) বনগাঁ-মাজেরহাট: DN 30342।
৭) হাবরা-শিয়ালদহ: DN 33652/UP 33651।
৮) বিবিদি বাগ-কৃষ্ণনগর সিটি: ইউপি 30145।
৯) মাঝেরহাট-মধ্যমগ্রাম: ইউপি 30357/DN 30358।
মাঝেরহাট-বারাসাত: ইউপি 30351।
১০) বারাসত-বনগাঁ: ইউপি 33361।
১১) বারাসাত – শিয়ালদহ: DN 33432, 33434/UP 33431, 33435, 33439।
১২) বারাসত – দত্তপুকুর: ইউপি 33357।
১৩ দত্তপুকুর – শিয়ালদহ: DN 33616।