সম্প্রতি আরজি কর কাণ্ডের আবহে জুনিয়ার চিকিৎসকদের করা আন্দোলনকে ঘিরে মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হয়ে যায়৷ এবার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের (Humayun Kabir) বিরুদ্ধে এফআইআর করল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন।
চিকিৎসকদের মতে,বিধায়ক মন্তব্যে নিরাপত্তাহীনতায় ভুগছেন তাঁরা।
তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর কয়েকদিন আগেই বলেন, “যেকোনও মৃত্যুই খুবই দুঃখজনক। আর জি করে যে ঘটনা ঘটেছে৷ তাঁর সঠিক বিচার চাই৷ সেই সঙ্গে তিলোমার দোষীরা যেন চরম শাস্তি পায়৷ এই ঘটনায় সিবিআই তদন্তও শুরু করে দিয়েছে৷ কিন্তু আন্দোলনকারীরা দিনের পর দিন কর্মবিরতি পালন করে যাবেন, এই জিনিস আর বরদাস্ত করব না।” এরপরই তৃণমূল বিধায়ক হুমায়ন কবীরের বিরুদ্ধে আইএমএ-র সদস্য দেবাংশু ঘোষের অভিযোগের ভিত্তিতে এফআইআর করেছে পুলিশ। এরপরই জেলা পুলিশের এক আধিকারিক জানান, ভারতীয় ন্যায় সংহিতার ৩৫৩, ৩৫৩ (৩) ও ৪৯ ধারায় মামলা করে তদন্ত শুরু হয়েছে।