নবান্নে বৈঠক ভেস্তে যাওয়া নিয়ে মুখ খুললেন তিলোত্তমার পরিবার

আরজি কর কাণ্ডে (RG Kar) তিলোত্তমার বিচার চেয়ে জুনিয়ার চিকিৎসকেরা (junior Doctors) পথেই দিন কাটাচ্ছে একমাস ধরে৷ আজ ১৪ সেপ্টেম্বর ফের এক রাত দখলের জন্য…

RG Kar Medical College: Lady Doctors and Parents Express Frustration After Meeting Postponed

আরজি কর কাণ্ডে (RG Kar) তিলোত্তমার বিচার চেয়ে জুনিয়ার চিকিৎসকেরা (junior Doctors) পথেই দিন কাটাচ্ছে একমাস ধরে৷ আজ ১৪ সেপ্টেম্বর ফের এক রাত দখলের জন্য ডাক হবু জাক্তারদের৷ প্রায় পাঁচদিন কেটে গেলেও স্বাস্থ্য ভবনের সামনে বসে রয়েছেন জুনিয়ার চিকিৎসকেরা৷ সম্প্রতি বহু আশা নিয়ে তিলোত্তমার সুবিচার চেয়ে মুখ্যমন্ত্রীর দরবারে হাজির হয়েছিলেন তাঁরা কিন্তু সেই বৈঠকও ভেস্তে যায়৷

প্রসঙ্গত. জুনিয়ার চিকিৎসকরা পাঁচটি দাবি নিয়ে নবান্নে পৌঁছান৷ কিন্তু সেই দাবি অনুযায়ী,লাইভ স্ট্রিমিং-এর কথা বলা হয়েছিল৷ যদিও লাইভ স্ট্রিমিং করা হবে না,এই অজুহাতে মুখ‌্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ভেস্তে যায় জুনিয়র ডাক্তারদের৷ চিকিৎসকদের পাশাপাশি তিলোত্তনমার বাবা-মাও এই বিষয় নিয়ে হতাশ হয়ে পরেন৷

   

বৈঠক না হওয়ার কারণে ফের মুখ খুললেন এবার নির্যাতিতার বাবা-মা৷ এক সাাক্ষাৎকারে স্পষ্টত ক্ষোভের সুরে তাঁরা জানালেন, এখন সুপ্রিম কোর্টের শুনানির জন‌্য অপেক্ষা করা ছাড়া আর কোনও রাস্তা নেই তাঁদের কাছে। মেয়ের তদন্ত কোন পর্যায়ে রয়েছে কোনও কিছুই বোঝা যাচ্ছে না৷ ৷ ওইদিন যদি নবান্নে বৈঠক হত তাহলে একটা সুষ্ঠভাবে সমাধানের পথ হয়তো বেরিয়ে আসতো৷ যা হল খুব খারাপ হল। ছাত্ররা আন্দোলন করছে,ওদের খুব কষ্ট হচ্ছে। আন্দোলনে ওঁরা সকলকেই পাশে পেয়েছে৷ কিন্তু ওঁরা এই বিক্ষোভ থেকে সরে যায়নি, আন্দোলন চালিয়ে যাবে। আন্দোলনকারী চিকিৎসকরা এনিয়ে যা বলার বলছেন। তিনি এর বেশি আর কী বলবেন। তবে,মুখ্যমন্ত্রীর সঙ্গে ছাত্রদের বৈঠকটা হলে ভাল হত।