পুজোর আগে ক্রেতাদের মুখে হাসি ফোটাতে উদ্যোগ নিল নিসান (Nissan)। তাদের সাবকম্প্যাক্ট ক্রসওভার এসইউভি (SUV) মডেলে লোভনীয় ডিসকাউন্টের কথা ঘোষণা করল। এটি হচ্ছে – নিসান ম্যাগনাইট (Nissan Magnite)। ছাড়ের তালিকায় রয়েছে ক্যাশ বেনিফিট অথবা ফ্রি অ্যাক্সেসরিজ, এক্সচেঞ্জ বোনাস এবং কর্পোরেট ডিসকাউন্ট। এ মাস জুড়ে চলবে এই অফার। এদিকে এবছর অক্টোবরে গাড়িটির ফেসলিফট ভার্সন আনতে চলেছে সংস্থা।
নিসান ম্যাগনাইট-এর টার্বো চার্জড ভ্যারিয়েন্টে এখন ৬০,০০০ টাকার বেনিফিট অফার করা হচ্ছে। এর মধ্যে রয়েছে ৫০,০০ টাকার এক্সচেঞ্জ বোনাস, ৫,০০০ টাকার অ্যাক্সেসরিজ এবং ৫,০০০ টাকার কর্পোরেট ডিসকাউন্ট।
অন্যদিকে নন-টার্বো চার্জড ভ্যারিয়েন্টে ১ লক্ষ টাকা ছাড় দেওয়া হচ্ছে। এর আওতায় রয়েছে ৭৫,০০০ টাকার ক্যাশ বেনিফিট ও ১০,০০০ টাকার কর্পোরেট ডিসকাউন্ট। আবার ম্যানুয়াল ভ্যারিয়েন্টে ক্যাশ ডিসকাউন্ট বাবদ ১৫,০০০ টাকা এবং অটোমেটিক ট্রিমে ১০,০০০ টাকা ছাড় পাওয়া যাচ্ছে।
আবার টার্বো ভ্যারিয়েন্টের ম্যানুয়াল ও সিভিটি ট্রিমে ১ লক্ষ টাকা অফার করা হচ্ছে। এর মধ্যে রয়েছে ১৫,০০০ টাকার ক্যাশ ডিসকাউন্ট এবং ৭৫,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস। এছাড়াও উপরন্তু ২৫,০০০ টাকার লয়ালটি বোনাস দিচ্ছে সংস্থা ।এই অফার নিসান ম্যাগনাইট-এর (Nissan Magnite) প্রতিটি ভ্যারিয়েন্টে অফার করা হচ্ছে।
ইলেকট্রিক স্কুটারকে টেক্কা দিতে আসছে নতুন ই-বাইক, রেঞ্জ হবে 150 কিমি’র বেশি
উল্লেখ্য, নিসানের এই ডিসকাউন্টের সত্যতা যাচাই করিনি আমরা। আবার অঞ্চল ও ডিলারশিপ ভেদে ডিসকাউন্টের পরিমাণ ভিন্ন হতে পারে। তাই নিকটবর্তী শোরুম থেকে গাড়ি কেনার আগে অফারের প্রসঙ্গে নিশ্চিত হয়ে নেওয়ার পরামর্শ রইল আমাদের পক্ষ থেকে।