ক্রেতাদের একঘেয়েমি দূর করতে ভারতের বাজারে লঞ্চ হল ইয়মাহা আর১৫এম (Yamaha R15M)। কার্বন ফাইবার প্যাটার্ন যুক্ত এই মডেলের দাম ২.০৮ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। উল্লেখ্য, ফুল কার্বন ফাইবার R1M থেকে অনুপ্রাণিত হয়ে মোটরসাইকেলটি ডিজাইন করা হয়েছে।
জানিয়ে রাখি, এ বছর ভারত মোবিলিটি এক্সপো-তে কার্বন ফাইবার প্যাটার্ন যুক্ত R1M ও R15M দুটি মডেলের উপর থেকেই পর্দা সরিয়েছিল ইয়ামাহা। ‘ওয়াটার ডিপিং টেকনিক’-এর মাধ্যমে এই প্যাটার্ন তৈরি বানিয়েছে সংস্থা। তাদের দাবি, একদম আসল কার্বন ফাইবারের ন্যায় ফিনিশিং পেয়েছে বাইকটি।
ডিজাইনে পরিবর্তন ছাড়াও Yamaha R15M-এর ফিচারে যোগ করা টার্ন-বাই-টার্ন নেভিগেশন যুক্ত টিএফটি ডিসপ্লে, ভলিউম এবং মিউজিক কন্ট্রোল। এই ফিচারগুলি ব্লুটুথ-এর মাধ্যমে ইয়ামাহা Y-কানেক্ট অ্যাপের সঙ্গে সনযুক্ত করে নিয়ন্ত্রণ করা যাবে।
লঞ্চের আগেই শুরু বুকিং, বাজার সরগরম করতে আসছে নতুন TVS Apache RR 310
এদিকে ফিচারে আপডেট ছাড়া ইয়মাহা আর১৫এম-এর (Yamaha R15M) কারিগরিতে কোনরকম পরিবর্তন ঘটানো হয়নি। আগের মতই এটি একটি ১৫৫ সিসি, লিকুইড-কুল্ড, সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিনে ছুটবে। এটি থেকে ১০,০০০ আরপিএম গতিতে ১৮ বিএইচপি শক্তি এবং ৭,৫০০ আরপিএম গতিতে ১৪.২ এনএম টর্ক উৎপন্ন হবে। মোটরের সঙ্গে সংযুক্ত রয়েছে ৬-গতির গিয়ারবক্স এবং কুইক-শিফটার। বাইকটির স্ট্যান্ডার্ড মডেলটি সিলভার কালারে বেছে নেওয়া যায়। এর এক্স-শোরুম মূল্য ১.৯৮ লক্ষ টাকা।