এবার পুজোতে মহিলা নিরাপত্তা নিয়ে বড় পদক্ষেপ, চালু হচ্ছে পেট্রলিং ভ্যান

আরজি কর কাণ্ড নিয়ে যখন গর্জে উঠেছে গোটা দেশ৷ ঠিক সেই আবহেই নারী-নিরাপত্তা (woman safety) নিয়ে সওয়াল হচ্ছে দেশ৷ সামনেই দুর্গাপুজো৷ আর এই সময়ে রাস্তাঘাটে…

আরজি কর কাণ্ড নিয়ে যখন গর্জে উঠেছে গোটা দেশ৷ ঠিক সেই আবহেই নারী-নিরাপত্তা (woman safety) নিয়ে সওয়াল হচ্ছে দেশ৷ সামনেই দুর্গাপুজো৷ আর এই সময়ে রাস্তাঘাটে ভিড় চোখে পড়ার মতো সেই কারণেই নারীনিরাপত্তা নিয়ে আর কোনও সমস্যা যাতে না ঘটে সেই বিষয় নিয়ে তৎপর হল শিলিগুড়ি পুলিশ প্রশাসন৷

শিলিগুড়িতে পুজোর কয়েকটি দিন নারী নিরাপত্তার জন্য বিশেষ মোবাইল পেট্রলিং ভ্যান চালু করা হচ্ছে।

   

শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের তরফ থেকে যার নাম দেওয়া হয়েছে, পিঙ্ক ভ্যান।

পুজোর রাতে শহরে টহল দেবে এই ভ্যান৷ পিঙ্ক ভ্যানে থাকবেন একজন মহিলা পুলিশ অফিসার এবং সাতজন মহিলা পুলিশ কনস্টেবল। বিশেষ করে পুজোর রাতে নারীনিরাপত্তার কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তবে এখানেই শেষ নয়, পুলিশের তরফে বিশেষ নজরদারি চালানো হবে ড্রোন ও সিসিটিভি ক্যামেরার মধ্যে দিয়ে।