হকিতে ফের জয়ের ধারা অব্যাহত ভারতের। গতকাল এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে (India vs South Korea) দক্ষিণ কোরিয়াকে ৩-১ গোলে হারালো ভারতীয় দল। গত ম্যাচে মালয়েশিয়াকে রেকর্ড ৮-১ গোলে হারানোর পর, এবার শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে ২ গোলের ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করলো হরমনপ্রীতের দল। এই জয়ের পাশাপাশি এদিন ব্যক্তিগতভাবে আন্তজার্তিক ক্যারিয়ারে ২০০ তম গোলের রেকর্ড স্পর্শ করেন অধিনায়ক হরমনপ্রীত সিং।
চীন, জাপান, মালয়েশিয়াকে হারিয়ে এদিন যথেষ্ট আত্মবিশ্বাসী ছিল ভারতীয় হকি দল। এদিন শুরু থেকেই দক্ষিণ কোরিয়ার ডিফেন্সে চাপ দিতে থাকে ভারত। ম্যাচের মাত্র ৮ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন আরাজিৎ সিং হুন্ডাল। হুন্ডালের গোলের পরই পেনাল্টি কর্নারের ড্র্যাগ ক্লিক থেকে ম্যাচের ৯ মিনিটের মাথায় ভারতের হয়ে দ্বিতীয় গোলটি করেন অধিনায়ক হরমনপ্রীত সিং। এদিন এটাই ছিল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ২০০তম গোল।
হকিতে ফের দাদাগিরি ! ‘হাইভোল্টেজ’ ম্যাচের আগে মালয়েশিয়াকে ৮ গোল ভারতের
চীনের মোকি হকি ট্রেনিং সেন্টারে এদিন ম্যাচের প্রথম কোয়ার্টারে দুর্দান্ত শুরু করলেও, দ্বিতীয় কোয়ার্টারে ম্যাচে ফিরে আসে দক্ষিণ কোরিয়া। ম্যাচের ৩০ মিনিটে পেনাল্টি পায় লি ল্যাম্যং এর দল। তবে এদিন কোরিয়ান অধিনায়ক পেনাল্টি নেননি , জিহুন ইয়াং পেনাল্টি কর্নার থেকে গোল করেন। এটাই ছিল গোটা ম্যাচ জুড়ে দক্ষিণ কোরিয়ার একমাত্র গোল। দ্বিতীয় কোয়ার্টারে ম্যাচের ফলাফল দাঁড়ায় ২-১।
দ্বিতীয় কোয়ার্টারে গোলের পর লাল-সাদা বাহিনীকে আর ম্যাচে ফিরতে দেননি ভারতীয় ডিফেন্ডাররা। এদিন ম্যাচের (India vs South Korea) ৪৩ মিনিটে স্ট্রাইকার সুখজিৎ সিং পেনাল্টি কর্নার পান। হরমনপ্রীত সেটা থেকে দুর্দান্ত ড্র্যাগফ্লিকে গোল করে দেন। এটা ছিল তাঁর ব্যক্তিগত ২০১ তম গোল। তবে এই গোলের পড়ে কোরিয়া কিছুটা আক্রমণে গেলেও আর ঘুরে দাঁড়াতে পারেনি। খেলা শেষে ৩-১ গোলেই ভারতের কাছে পরাজিত হয় তাঁরা। প্রসঙ্গত এই ম্যাচ জয়ের পর এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপরাজিতই রইল ভারত। আগামীকাল পাকিস্তানের বিরুদ্ধে ‘হাইভোল্টেজ’ ম্যাচে নামবে ভারতীয় দল। তার আগে এই জয় যে তাদের আত্মবিশ্বাস কে আরও এককদম বাড়িয়ে দিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই ।