মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচের আগে গুরু-শিষ্য বলে দিলেন ‘৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়বো’

মুম্বই সিটি এফসি (Mohun Bagan SG vs Mumbai City FC) ২০২৪-২৫ ইন্ডিয়ান সুপার লিগ (ISL 2024-25) মরশুমের প্রথম ম্যাচ মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে মাঠে নামার…

MBSG vs MCFC

মুম্বই সিটি এফসি (Mohun Bagan SG vs Mumbai City FC) ২০২৪-২৫ ইন্ডিয়ান সুপার লিগ (ISL 2024-25) মরশুমের প্রথম ম্যাচ মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে মাঠে নামার জন্য প্রস্তুত। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে হবে ম্যাচটি। ম্যাচের আগে কলকাতায় ম্যাচ পূর্ববর্তী সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন কোচ পেত্র ক্রাটকি (Petr Kratky) ও অধিনায়ক লালিয়ানজুয়ালা ছাংতে (Lallianzuala Chhangte)।

ফাইনালে যাওয়ার দৌড়ে ৫ দল, ভারতের সামনে বড় পরীক্ষা

   

মুম্বই সিটি এফসির কোচ বলেছেন, ‘আমরা আইএসএল মরশুম শুরু করার জন্য মুখিয়ে আছি, সেটাও মোহনবাগানের বিরুদ্ধে, এর চেয়ে ভাল শুরু আর কী হতে পারে? আমরা জানি মোহনবাগান শক্তিশালী প্রতিপক্ষ, তবে মনে করি আমরা তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুত। প্রস্তুতিও খুব ভাল হয়েছে। আমরা সব সময় শীর্ষে থাকার চেষ্টা করি, জেতার জন্যই মাঠে নামি। প্রথম খেলাটি আমাদের বলে দেবে যে দেশের সেরাদের তুলনায় আমরা কোথায় দাঁড়িয়ে আছি।’

‘আমরা প্রতিটি ম্যাচে একই মানসিকতা ও ফোকাস নিয়ে খেলতে চাই। পয়েন্ট টেবিলের যে কোনও পজিশনের দলের বিরুদ্ধে একই মানসিকতা নিয়ে খেলতে চাই, জেতার জন্য খেলতে চাই। আমরা এখানে তিন পয়েন্ট নিতে এসেছি এবং নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’

কোচের পর মুম্বই সিটি এফসি-র অধিনায়ক লালিয়ানজুয়ালা ছাংতে বলেছেন, ‘অবশ্যই আমরা মোহনবাগান সম্পর্কে সচেতন। তবে আমরা জানি যে আমাদের কী করতে হবে। পরিকল্পনা মতো খেলে ম্যাচ জেতাই লক্ষ্য।’

বেঙ্গালুরুর এই ২ ফুটবলার হতে পারে ইস্টবেঙ্গলের মাথা ব্যথার কারণ

নবনিযুক্ত অধিনায়কের মতে, ‘দলটার নাম মোহনবাগান, আমরা সবাই জানি যে তারা মাঠে কী করতে সক্ষম। মাঠের খুব ছোটো বিষয় দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিতে পারে। আমরা প্রস্তুত। ম্যাচে সবটুকু উজাড় করে দেব।’