চুপিসারে ভারতের বাজার থেকে বিদায় নিল Honda-র এই ‘প্রসিদ্ধ’ মোটরসাইকেল

একসময় বাজারে সাড়া ফেলে লঞ্চ হয়েছিল হোন্ডার (Honda) এই মোটরসাইকেল। কিন্তু সময় যত পেরিয়েছে বেচাকেনার গতি ততই শ্লথ হয়েছে। বিগত কয়েক মাসে বিক্রি তলানিতে এসে…

Honda X Blade

একসময় বাজারে সাড়া ফেলে লঞ্চ হয়েছিল হোন্ডার (Honda) এই মোটরসাইকেল। কিন্তু সময় যত পেরিয়েছে বেচাকেনার গতি ততই শ্লথ হয়েছে। বিগত কয়েক মাসে বিক্রি তলানিতে এসে পৌঁছেছিল। যে কারণে ভারত থেকে এর বিক্রি চিরতরে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল জাপানি সংস্থা। বাইকটির নাম কী শুনবেন?

ভারতে আর বিক্রি হবে না Honda X-Blade। হ্যাঁ ঠিকই শুনছেন। ইতিমধ্যেই সংস্থার ভারতীয় ওয়েবসাইট থেকে এই স্টাইলিশ মডেলটির নাম মুছে ফেলা হয়েছে। উল্লেখ্য, ২০১৮ সালে ভারতে প্রথম লঞ্চ হয়েছিল বাইকটি। এদিকে এখনও সংস্থার কিছু ডিলারের কাছে এই বাইকের স্টক রয়েছে। সেগুলিতে বিপুল ডিসকাউন্ট দেওয়া হতে পারে বলেই অনুমান।

প্রসঙ্গত, Honda X-Blade সংস্থার প্রথম প্রজন্মের CB Hornet 160R-এর উপর ভিত্তি করে এসেছিল। তবে এর ডিজাইন আরও বেশি শার্প। আবার Hornet 160R-এর তুলনায় ভিন্ন সিট ও ট্যাঙ্ক শ্রাউড দেওয়া হয়েছিল এতে। 

Advertisements

ইলেকট্রিক টু হুইলার তৈরিতে নবজাগরণ আনছে Ather, সবটা শুনলে চমকে যাবেন!

একটি ১৬২ সিসি সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিনের উপর ভিত্তি করে চলে Honda X-Blade। হোন্ডার (Honda) এই বাইকের শক্তি ও টর্ক যথেষ্ট সন্তোষজনক। সংস্থার পোর্টফোলিও’তে CB Hornet 160R-এর নীচে স্থান পেয়েছিল এই বাইক। রয়েছে রিয়ার ডিস্ক ব্রেক ও সিবিএস অপশন।