আরজি কর-কাণ্ডে জুনিয়র চিকিৎসকদের প্রতিবাদ নিয়ে ফের একবার বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য। আর এবারে তিনি যা বললেন তা শুনে থ হয়ে গিয়েছেন সকলে। কয়েকদিন আগেই জুনিয়র চিকিৎসকদের কসাইয়ের সঙ্গে তুলনা করে শোরগোল ফেলে দিয়েছিলেন সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলী মৈত্র। তবে এবার আরও এককাঠি এগিয়ে বাস চালকদের সঙ্গে ডাক্তারদের ‘তুলনা’ করলেন দেবাংশু।
এমনিতে বাংলা তথা সমগ্র দেশজুড়ে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে। সমাজের সব ধরনের মানুষ এই ঘটনার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। সুর চড়িয়েছেন শাসক বিরোধী দলের নেতা মন্ত্রীরা সকলেই। কিন্তু শাসক দল তৃণমূলের নেতা নেত্রীদের কু কথার ধারাবাহিকতা যেন থামারই নাম নিচ্ছে না। এবার এই তালিকায় নাম লেখালেন দেবাংশু ভট্টাচার্য। তিনি চিকিৎসকদের বাস চালকদের সঙ্গে তুলনা করে বিতর্কের সৃষ্টি করেছেন।
বর্তমানে একাধিক হেভিওয়েট ব্যক্তিত্বের পদত্যাগের দাবিতে স্বাস্থ্যভবনের সামনে ৩ দিন হয়ে গেল বিক্ষোভ দেখাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। এদিকে চিকিৎসকদের লাগাতার বিক্ষোভের জেরে স্বাস্থ্য ব্যবস্থা রীতিমতো ভেঙে পড়েছে। হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট, সরকার চিকিৎসকদের কাজে ফেরার আবেদন জানাচ্ছেন। তবে কিছুতেই কিছু হচ্ছে না। এদিকে নবান্ন থেকে মুখ্যসচিবের তরফ থেকে চিঠি গিয়েছিল জুনিয়র ডাক্তারদের কাছে। সেখানে বৈঠকের জন্যে আহ্বান জানানো হয়েছিল তাঁদের। যদিও চিকিৎসকরা উল্টে শর্ত চাপিয়েছে সরকারের কাছে। এবার এই নিয়েই একটি পোস্ট করে দেবাংশু সকলকে চমকে দিলেন।
দেবাংশুর নিশানায় যে ডাক্তাররা রয়েছেন তা সকলেই বুঝতে পেরেছেন। তিনি বলেন, ‘যদি বাস সার্ভিসে ধর্মঘট হয় এবং সরকার বৈঠক করার কথা বলে, তাহলে তার জন্য অবশ্যই একটি ব্রিগেড গ্রাউন্ড থাকতে হবে! কারণ প্রতিটি বাসের নিজস্ব প্রতিনিধিত্ব থাকবে তাতে!’ মূলত বৈঠকে চিকিৎসকদের প্রতিনিধি সংখ্যার বিষয়টি নিয়েই দেবাংশুর এহেন পোস্ট। আসলে চিকিৎসকদের দাবি, নবান্নের বৈঠকে অন্তত ৩০ জন প্রতিনিধিকে যেতে দিতে হবে। আর মুখ্যমন্ত্রীকে থাকতে হবে।
If there is a strike in bus service & govt asks for a meeting, govt must have a brigade ground for it! Because every bus will have its own representation!
— Debangshu Bhattacharya Dev (@ItsYourDev) September 11, 2024