আগামী ১৯ তারিখ থেকে শুরু হচ্ছে ভারত- বাংলাদেশ (IND vs BAN) সিরিজ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসরে এই মূহুর্তে ৩১০৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রোহিত শর্মার এন্ড কোম্পানি। তবে বেশ কিছুদিন আগে পাকিস্তানে গিয়ে তাদের দলকে ধরাশায়ী করে এসেছে নাজিমুল হোসেন শান্তের দল। যার জন্য আসন্ন এই সিরিজকে ঘিরে বেশ উত্তাপ ছড়াচ্ছে ক্রিকেটমহলে। তবে এই সিরিজে ভারতের হয়ে থাকছেন না বাংলার স্পীডস্টার মহম্মদ শামি। তবে শামি না থাকলেও চেন্নাইয়ে ভারতের পেস অস্ত্রে শান দেওয়ার জন্য থাকছেন আরেক বাংলার পেসার আকাশদীপ। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে ডেবিউ করেই তিন উইকেট নেওয়া এই বোলার ‘শামির’ পরামর্শেই সাফল্য পেতে চান এই সিরিজে।
ভারতের হয়ে ২০২৩ বিশ্বকাপে সর্বাধিক উইকেট পেয়েছিলেন মহম্মদ শামি। তবে সেরার তকমা ভাগ্যে জুটলেও ‘কাপ’ অধরাই থেকে গেছে। এরপরেই ডান পায়ের গোড়ালিতে চোট পান বাংলার তারকা পেসার। চোটের কারণেই সদ্য টি টোয়েন্টি বিশ্বকাপ জেতা দল থেকেও বাতিল ছিলেন তিনি। তবে পায়ের অস্ত্রোপচার করে সুস্থ হলেও বাংলাদেশ সিরিজে জায়গা পাননি শামি। কারণ বাংলাদেশ সিরিজের পর বর্ডার-গাভাসকার ট্রফি খেলতে যাবে টিম ইন্ডিয়া। আর অস্ট্রেলিয়ার বাউন্সি উইকেটে ভারতের জয়ের জন্য শামির ভূমিকা যে কতটা গুরুত্বপূর্ণ, সেটা ভালভাবেই জানেন গৌতম গম্ভীর- রোহিত শর্মারা। তাছাড়াও কোচ হিসেবে নিজের প্রথম বর্ডার-গাভাসকার ট্রফি অবশ্যই জিততে চাইবেন প্রাক্তন ভারতীয় ওপেনার। তাই শামিকে এই সিরিজে বিশ্রাম দিয়ে বর্ডার-গাভাসকার ট্রফিতে পুরোপুরি ফিট পেতে চাইছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা।
শামি এই মুহূর্তে দলে ‘ব্রাত্য’ থাকলেও সুযোগ পেয়েছেন বাংলার আকাশদীপ। বিগত ইংল্যান্ড সিরিজে রাঁচি টেস্টে ভারতীয় দলের হয়ে খেলতে নেমেই তিন উইকেট নিয়েই আলোচনার কেন্দ্রে উঠে আসেন। আর এই পারফরম্যান্সের জন্য আইপিএলে সুযোগ পান ২৭ বছর বয়সী এই বাংলার বোলার।
তবে আকাশ দীপ সুযোগ পেলেও প্রথম একাদশে কতটা থাকতে পারবেন সে নিয়ে জল্পনা রয়েছে। সদ্য সমাপ্ত টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর এই প্রথম ভারতের জার্সি গায়ে মাঠে নামবেন জসপ্রীত বুমরাহ। তার সাথে থাকবেন মহম্মদ সিরাজ। তবে দলের তৃতীয় পেসার হিসাবে বাংলার তরুণ পেসারের পাশাপাশি এগিয়ে রয়েছেন উত্তরপ্রদেশের তারকা বলার যশ দয়াল। চলতি দলীপ ট্রফিতেও ভালো পারফরম্যান্স করেছেন তিনি। তবে সাফল্য পেতে ‘বাংলার কিংবদন্তি ‘ই ভরসা আরেক বঙ্গসন্তানের। গতকাল এক সংস্থার সাথে এক ইনস্টাগ্রাম লাইভে আকাশ দীপ বলেন, “জাতীয় দলে সুযোগ পেয়ে এই খুশি। তবে শামি ভাই এর পরামর্শ নিয়েছি। ভারতের হয়ে বোলিং করতে নামলে নিজের সেরাটাই দেব।” তবে সামির অনুপস্থিতিতে আসন্ন সিরিজে (IND vs BAN) ভারতের হয়ে কেমন সাফল্য পান বাংলার পেসার সেটাই এখন আলোচনার বিষয়।