ফ্যানদের সরস্বতী পুজোর আমন্ত্রণ জানালেন যশ-নুসরত

কলকাতা:  হাতে আর মাত্র একটা দিন। পুজোর আয়োজন, ভোগের ব্যবস্থা, প্যান্ডেল হাতে অনেক কাজ। তাই সোশ্যাল মিডিয়াতে পুজোর নেমন্ত্রণ সারলেন যশ-নুসরত। পরিচালক শিলাদিত্য মৌলিকের ভাবনায়…

Nusrat Jahan and Yash Dasgupta

কলকাতা:  হাতে আর মাত্র একটা দিন। পুজোর আয়োজন, ভোগের ব্যবস্থা, প্যান্ডেল হাতে অনেক কাজ। তাই সোশ্যাল মিডিয়াতে পুজোর নেমন্ত্রণ সারলেন যশ-নুসরত। পরিচালক শিলাদিত্য মৌলিকের ভাবনায় বাগদেবীর বন্দনায় গত বছরের মতো এবারও মেতে উঠবে টলিউডের তারকারা। এবছর স্টুডিও পাড়ার সরস্বতীর পুজোর মুখ যশ ও নুসরত। তাই ফেসবুকে এসে অনুরাগীদের আমন্ত্রণ জানালেন নুসরত ও যশ।

Advertisements

একটি ভিডিওর মাধ্যমে সকলকে এই পুজোয় আসার অনুরোধ জানিয়েছেন এই তারকা জুটি। তাঁরা বলেন, ‘আমরা সবাই মিলে সরস্বতী পুজো করছি। যার নাম সিনেমার সরস্বতী। আপনারা সবাই অবশ্যই আসবেন। সবাই মিলে আনন্দ করা যাবে।’

Advertisements
   

গত বছরের মতোই নিউ থিয়েটার্সের ১-এ স্টুডিওতে সরস্বতী পুজোয় অয়োজন করা হয়েছে। ইন্দ্রপুরী স্টুডিওর ঠিক বিপরীতে সরস্বতী পুজোর আয়োজন করা হচ্ছে। পুজোয় সঙ্গে রয়েছে ভোগ প্রসাদের ব্যবস্থাও। মেনুতে থাকছে খিচুড়ি, লাবড়া, কুলের চাটনি, নলেন গুড়ের পায়েস।