‘ঠাকুমা ইন্দিরা গান্ধীর মতো পরিস্থিতি হবে আপনারও’, রাহুলকে প্রাণনাশের হুমকি বিজেপি নেতার!

শিখ সম্প্রদায়ের মানুষজনকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বর্তমানে সংবাদ শিরোনামে রয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। কিন্তু এবার তাঁকেই কিনা দেওয়া হল প্রাণনাশের হুমকি।…

BJP files police case against Rahul Gandhi over BJP Mp got injured at parliament

শিখ সম্প্রদায়ের মানুষজনকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বর্তমানে সংবাদ শিরোনামে রয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। কিন্তু এবার তাঁকেই কিনা দেওয়া হল প্রাণনাশের হুমকি। হ্যাঁ ঠিকই শুনেছেন।

সম্প্রতি প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী শিখ সম্প্রদায় নিয়ে আমেরিকায় একটি বিবৃতি দিয়েছিলেন। তাঁর করা এই বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর দেখা দিয়েছে। অন্যদিকে রাহুল গান্ধীর বক্তব্যে আপত্তি তুলেছেন দেশের শিখ সম্প্রদায়ের অনেকেই।
বুধবার ১১ সেপ্টেম্বর দিল্লিতে সোনিয়া গান্ধীর বাসভবনের বাইরে বিক্ষোভ দেখায় বিজেপি সমর্থিত শিখ সেল।

   

এদিকে শিখ সম্প্রদায়ের মানুষজনের প্রতিবাদ চলাকালীন বিজেপি নেতা তারবিন্দর সিং মারওয়াহ-র বিরুদ্ধে রাহুল গান্ধীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। শোনা যাচ্ছে, কংগ্রেস বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর দায়েরের কথা ভাবছে। প্রাক্তন বিধায়ক তারবিন্দর সিংকে হুমকির সুরে বলতে শোনা যায়, ‘রাহুল গান্ধীকে এখনই সামলে যাও, অন্যথায় আগামী সময়ে আপনারও একই পরিণতি হবে, যা আপনার ঠাকুমা ইন্দিরা গান্ধীর সঙ্গে ঘটেছিল।’

বিজেপির শিখ সেল জানায়, ‘রাহুল গান্ধী আমেরিকায় ভারত ও শিখদের অপমান করেছেন। তিনি বিদেশের মাটিতে আমাদের দেশের বদনাম করেছে। এজন্য তাকে ক্ষমা চাইতে হবে।’ কংগ্রেসের বক্তব্য, ‘বিরোধী দলনেতাকে প্রকাশ্যে মেরে ফেলার হুমকি দিচ্ছেন এই বিজেপি নেতা। নরেন্দ্র মোদী আপনার দলের এই নেতার হুমকিতে আপনি চুপ থাকতে পারেন না। এটা খুবই গম্ভীর বিষয়। এটা আপনার দলের ঘৃণার কারখানার ফসল। এ বিষয়ে ব্যবস্থা নিতে হবে।’

মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে আলাপচারিতায় রাহুল গান্ধী বলেন, ‘আমাদের লড়াই হল ভারতে পাগড়ি পরার অনুমতি দেওয়া হবে কিনা এবং শিখরা গুরুদ্বারে যেতে পারবেন কিনা।’ রাহুল গান্ধী বলেন, ‘সবার আগে বুঝতে হবে লড়াইটা কী। লড়াইটা রাজনীতির নয়। ভারতে কোনও শিখকে পাগড়ি পরার অনুমতি দেওয়া হবে কিনা তা নিয়ে লড়াই চলছে। অথবা ভারতে কোনও শিখকে বাড্ডা পরতে দেওয়া হবে। নাকি গুরুদ্বারকে যেতে দেওয়া হবে। লড়াইটা শুধু তাদের জন্য নয়, সব ধর্মের।’