মঙ্গলবার অর্থাৎ ১০ সেপ্টেম্বর জুনিয়র ডাক্তাররা নেমেছিলেন স্বাস্থ্যভবন সাফাই অভিযানে। তারই আবহে জুনিয়র ডাক্তারদের কাছে নবান্নের পক্ষ থেকে ইমেল পাঠানো হয়েছে। সকল জুনিয়র ডাক্তারদের নবান্নে ডেকে পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নেই অপেক্ষা করছেন মুখ্যমন্ত্রী। আজ রাতের মধ্যেই জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দলের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসার সম্ভাবনা রয়েছে।
রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন জুনিয়র ডাক্তারদের কাছে এই ইমেল গেছে ৬টা বেজে ১০ মিনিটে। জানা গেছে, মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনায় বসে তাদের কর্মবিরতির বিষয়ে বিস্তারিত কথা বলতে চান। নবান্ন থেকেই কর্মবিরতি তুলে নেওয়ার অনুরোধ করে আলোচনার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
RG Kar Case: আরজি কর’কে পাথেয় করে আখের গোছাবে বিজেপি, পুজোয় ‘গা-গরম’ কর্মসূচি
সেই ইমেল মারফত জানা গেছে যে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দলের ১০ জন নবান্নে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারবে। আপাতত নবান্নেই রয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্য়মন্ত্রীর সঙ্গে রয়েছেন মুখ্যসচিব মনোজ কুমার পন্থ ও স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম।
প্রসঙ্গত, আজ অর্থাৎ ১০ সেপ্টেম্বর মঙ্গলবার স্বাস্থ্যভবনের ‘স্বাস্থ্যোদ্ধার’ করতে কার্যত ঝাঁটা হাতে রাজপথে নেমেছিলেন জুনিয়র চিকিৎসকেরা। প্রতীকী মাথার খুলি নিয়ে মিছিলে হেঁটেছেন তারা। তাদের আটকানোর জন্য স্বাস্থ্যভবনের সামনে গার্ডরেলও বসানো হয়েছিল।
তবে রাজ্যের স্বাস্থ্যভবনের কিছুটা আগেই তাদের থামিয়ে দেয় কলকাতা পুলিশ। আর পরিস্থতি বুঝেই হবু ডাক্তাররাও শান্তিপূর্ণ আন্দোলনের জন্য সকল প্রস্তুতি নিয়েই এসেছিলেন। রাতভর চলতে পারে তাদের এই বিক্ষোভ অবস্থান, এমনটা ভেবেই প্রস্তুতি নিয়েছিলেন তারা। আপাতত চিকিৎসকেরা মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে নবান্নে যান কিনা সেটাই এখন দেখার বিষয়।