দেশে তাৎপর্যপূর্ণ গতিতে বৃদ্ধি পাচ্ছে এসইউভি (SUV) গাড়ির বিক্রি। ক্রেতাদের চাহিদা পূরণে বদ্ধপরিকার সংস্থাগুলি প্রায় প্রতি মাসে তাই কোন না কোন নতুন মডেল লঞ্চ করে চলেছে। অতীতে ভারতের এসইউভি গাড়ির বাজারে নেতৃত্ব দিচ্ছিল টাটা (Tata) ও হুন্ডাই (Hyundai)। কিন্তু অগস্টে দেশে এসইউভি বিক্রিতে সবাইকে ছাপিয়ে গিয়েছে মারুতি সুজুকি’র (Maruti Suzuki) একটি মডেল।
Maruti Suzuki Brezza
পরিসংখ্যান বলছে অগস্টে, ভারতের এসইউভি গাড়ির বাজারে সবাইকে টেক্কা দিয়ে এগিয়ে গেছে Maruti Suzuki Brezza। গেল মাসে ১৯,১৯০ ইউনিট বিকিকিনি হয়েছে এই গাড়ির। যেখানে আগের বছর অগস্টে বিক্রি হয়েছিল ১৪,৫৭২ ইউনিট। ফলে গত মাসে এর বিক্রিতে ৩২ শতাংশ উত্থান ঘটেছে।
Hyundai Creta
দেশের অন্যতম জনপ্রিয় এসইউভি গাড়ি হচ্ছে Hyundai Creta। এটি আগের মাসে মোট ১৬,৭৬২ জন ক্রেতার মুখ দেখেছে। যেখানে এক বছর আগে ওইসময়ে বিক্রিবাটার পরিমাণ ছিল ১৩,৮৩২ ইউনিট। ফলে বেচাকেনা বেড়েছে ২১ শতাংশ।
Tata Punch
Tata Punch একসময় দেশের বেস্ট-সেলিং এসইউভি ছিল। কিন্তু ইদানিং জনপ্রিয়তা কমে তালিকার তৃতীয় স্থানে নেমে এসেছে। এ বছর অগস্টে এটি মোট ১৫,৬৪৩ জন ক্রেতার নতুন ঠিকানায় পাড়ি দিয়েছে। যেখানে ২০২৩-এর অগস্টে বিক্রি হয়েছিল ১৪,৫২৩টি। এর বিক্রি বৃদ্ধির হার ৮ শতাংশ।
Mahindra Scorpio
এ বছর অগস্টে Mahindra Scorpio বিক্রি হয়েছে ১৩,৭৮৭ ইউনিট। এক বছর আগে ওই মাসে বেচাকেনার অঙ্ক ছিল ৯,৮৯৮টি। ফলে এবারে বিক্রিতে বৃদ্ধি ঘটেছে ৩৯ শতাংশ।
পুজোর আগে দরাজ হস্তে ডিসকাউন্ট টাটার, 2.05 লক্ষ টাকা ছাড়ে কিনুন পছন্দের গাড়ি
Maruti Suzuki Fronx
১২,৩৮৭ ইউনিট বিক্রির মাধ্যমে Maruti Suzuki Fronx তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে। আগের বছর অগস্টে বেচাকেনা হয়েছিল ১২,১৬৪ ইউনিট। ফলে এবারে বিক্রি বেড়েছে ২ শতাংশ।