এবার ২৩ তারিখ পর্যন্ত জেল হেফাজতে রাখা হবে সন্দীপ ঘোষকে (Sandip Ghosh)। সঙ্গে রাখা হবে তাঁর সঙ্গে ধৃত বাকি ৪ জনকেও। সন্দীপ ঘোষ সহ কাউকেই জেল হেফাজতে চাইলো না সিবিআই। বিশেষ আদালতে সিবিআই-এর (CBI) পক্ষ থেকে জানানো হয়েছে – “প্রয়োজনে পরে হেফাজত চাওয়া হবে।”
আরজি কর কাণ্ডে (RG Kar Case) প্রথম থেকেই জড়িয়েছিল আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নাম। আরজি কর মেডিক্যাল কলেজের দুর্নীতিকাণ্ডে জড়িয়েছিল তাঁর নাম। সেপ্টেম্বর মাসের ২ তারিখে তাকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দুর্নীতি দমনকারী শাখা।
আজ অর্থাৎ ১০ তারিখ মঙ্গলবার বিশেষ আদালতে শুনানি চলাকালীন সিবিআই-এর আইনজীবি জানিয়েছেন যে কন্ট্রাক্ট-এর গরমিলের বিষয়ে মুখ খুলছেন না সন্দীপ। এছাড়াও তিনি জানিয়েছেন, এই দুর্নীতি সংক্রান্ত আরও তথ্য তাদের হাতে এসেছে। এছাড়া, এই বিষয়ে আরও কিছু লোক যুক্ত থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
এখনও পর্যন্ত জানা যাচ্ছে যে, প্রেসিডেন্সি জেলেই পাঠানো হবে ৪ জনকে। সন্দীপ ঘোষের আইনজীবীর পক্ষ থেকে বারবার অনুরোধ করা হয়েছে হেফাজতের নির্দেশ এলেও তার মেয়াদ যাতে কমানো হয়।