‘পুজোর অনুদান যারা নেবে না…’- সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী!

আরজি কর কাণ্ডে (RG Kar Rape-Murder Incident) উত্তাল হয়ে রয়েছে গোটা পশ্চিমবঙ্গ সারাদেশ। ‘বিচার চাই, বিচার দাও’ (We Want Justice)- এই স্লোগানে মুহুর্মুহু ধ্বনিত হচ্ছে…

'পুজোর অনুদান যারা নেবে না...'- সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী!

আরজি কর কাণ্ডে (RG Kar Rape-Murder Incident) উত্তাল হয়ে রয়েছে গোটা পশ্চিমবঙ্গ সারাদেশ। ‘বিচার চাই, বিচার দাও’ (We Want Justice)- এই স্লোগানে মুহুর্মুহু ধ্বনিত হচ্ছে কলকাতার রাজপথ। দফায় দফায় রাতদখলে নামছে মানুষ। নানাভাবে নিজেদের প্রতিবাদ দেখাচ্ছে তারা। কুমোরটুলির মৃৎশিল্পী থেকে শুরু করে টলিপাড়ার কলাকুশলীরা, বাদ যাননি কেউ।

Advertisements

আজ সুপ্রিম কোর্টে (Supreme Court) ছিল এই মামলার শুনানি। আগামী ১৭ সেপ্টেম্বর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে (CBI) রিপোর্ট জমা দেবার নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্যের পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ পশ্চিমবঙ্গের একাংশ।

   

এই আবহে প্রতিবাদ স্বরূপ বিভিন্ন ক্লাবের পুজো কমিটিগুলি পুজোর অনুদান ফিরিয়ে নেবার পদক্ষেপ নিয়েছে। অনেকেই আবার ঠিক করেছে বিচার না পাওয়া পর্যন্ত অশৌচ পালন করবে তারা। দেবে না পুজোর চাঁদা, কিনবেন নতুন জামাকাপড়। আজ সোমবার, রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সাংবাদিক বৈঠকে বসে প্রথমে পুজো কমিটিগুলির সম্বন্ধেই কথা বলেছেন। নবান্নে আয়োজিত এই প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন যে যেসব পুজো কমিটি অনুদান নিতে চায় না, তাদের বাদ দিয়ে সেই অনুদান অন্য পুজো কমিটিগুলিকে দিয়ে দেওয়া হোক।

Advertisements

তিনি আরও বলেন যে, “শোক ভুলে সবাই পুজোর আনন্দে সামিল হন। এইবার পুজো কমিটির এক্সট্রা কিছু অনুরোধ আছে। যতটা সম্ভব করেছি। মোট ৪৫০ কোটি টাকা খরচ হয় ক্লাবগুলিকে দেওয়া জন্য। সেই বরাদ্দ টাকা আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে দেওয়া শুরু হবে।