আরজি কর কাণ্ডের বিষণ্ণতার সুর উত্তর থেকে দক্ষিণে, জনশূন্য পুজোর বাজার

তিলোত্তমার (RG Kar Case) বিচার চেয়ে গর্জে উঠেছে গোটা দেশ ৷ চারিপাশে কান পাতলে একটাই শব্দ বিচার চাই, তিলোত্তমার সঠিক বিচার চাই৷ শহর থেকে জেলা,…

তিলোত্তমার (RG Kar Case) বিচার চেয়ে গর্জে উঠেছে গোটা দেশ ৷ চারিপাশে কান পাতলে একটাই শব্দ বিচার চাই, তিলোত্তমার সঠিক বিচার চাই৷ শহর থেকে জেলা, দেশ থেকে বিদেশ একটাই ধ্বনি, আর কতদিন অপেক্ষা করতে হবে সঠিক বিচারের? উত্তর চায় জনতা৷ ঘটনার একমাস কেটে গেলেও কোনও সুরাহা মেলেনি আজও৷ যার প্রভাব পড়েছে পুজোর কেনাকাটাতে৷ পুজোর আগে কার্যত মাছি তাড়াচ্ছেন দোকানদারেরা।

তিলোত্তমার পরিবারের পাশে থাকার বার্তা হাথরসের নির্যাতিতার পরিবারের

   

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা দুর্গাপুজোর৷ এই সময়ে কেনাকাটার ভিড়েতে শহরের রাস্তায় পা গলানো সমস্যার হয়ে ওঠে৷ কারণ সকল মানুষই পুজোর কেনাকাটাতে ব্যস্ত হয়ে পরেন৷ কিন্তু এবারের চিত্রটা ভিন্ন৷ তারকা থেকে সাধারণ মানুষ সকলেই আগে আরজি কর কাণ্ডে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীদের কঠোর শাস্তি চান৷ সেই কারণে পুজোর বাজার একেবারে মন্দা চলছে৷ কারণ পুজোর মাসখানেক আগে থেকেই হাতিবাগান-গড়িয়াহাটে থিকথিক করে মানুষের ভিড়৷ কিন্তু সেখানেও ক্রেতা শূন্য৷

মঙ্গলবারের মধ্যে ‘ডিউটি’তে যোগ দিতে হবে…., জুনিয়র চিকিৎসকদের কড়া ‘সুপ্রিম’ বার্তা

বিক্রেতাদের কথায়, পুজোর আগে রবিবার মানেই পুজোর বাজারে ভিড় চোখে পড়ার মতো৷ কিন্তু আজ সেসব অতীত৷ পুজোর আগে ফুটপাতের দোকান থেকে শুরু করে জামাকাপড়ের বড় দোকানগুলিতে নেই ভিড়৷ সকলেই তিলোত্তমার সুবিচারের আশায় পথ চেয়ে রয়েছে৷ তাই কেনাকাটার আনন্দে গা ভাসাতে পারেননি আমজনতা৷ আরজি কর কাণ্ডের এই বিষন্নতার আবহে আদৌ পুজোর বাজার জমবে কী না, সেই নিয়ে সংশয়ে বিক্রেতারা।