নিম্নচাপ, ঘূর্ণাবর্তের ঠ্যালায় আজ থেকেই টানা বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতাও

আর মাত্র কয়েক ঘণ্টা, ব্যস তারপরেই বাংলার জেলাগুলিতে তেড়েফুঁড়ে বৃষ্টি (Rainfall Update) নামতে চলেছে। আর এমনই সকাল সকাল পূর্বাভাস জারি করে সকলকে চমকে দিয়েছে আলিপুর…

নিম্নচাপ, ঘূর্ণাবর্তের ঠ্যালায় আজ থেকেই টানা বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতাও

আর মাত্র কয়েক ঘণ্টা, ব্যস তারপরেই বাংলার জেলাগুলিতে তেড়েফুঁড়ে বৃষ্টি (Rainfall Update) নামতে চলেছে। আর এমনই সকাল সকাল পূর্বাভাস জারি করে সকলকে চমকে দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। আজ ৮ সেপ্টেম্বর রবিবার পরেছে। অর্থাৎ ছুটির দিন। আর ছুটির দিনে আপনার যদি কোনও প্ল্যান হয়ে থাকে তাহলে তা ভেস্তে যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস।

তাহলে আর দেরি না করে আপনিও জেনে নিন আজ কেমন থাকবে আবহাওয়ার হাল হকিকত। মূলত নিম্নচাপের জেরে ফের একবার বদল ঘটতে চলেছে আবহাওয়া। আজ সারাদিন কলকাতা সহ বাংলার বেশ কিছু জেলার আকাশ আংশিক মেঘলা থাকবে। কিছু জায়গায় বৃষ্টিও হতে পারে। হাওয়া অফিস আগামীকাল ৯ সেপ্টেম্বর অর্থাৎ সোমবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি উত্তর দিকে অগ্রসর হয়ে উত্তরপূর্ব বঙ্গোপসাগর ও পশ্চিমবঙ্গের গাঙ্গেয় সমভূমিতে নিম্নচাপে পরিণত হতে পারে। আবহাওয়া দফতরের এক আধিকারিক জানিয়েছেন, সোম ও মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে।

উল্লেখিত এই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও শনিবার বাঁকুড়া, বীরভূম ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শুধু তাই নয়, আবহাওয়া দফতর মৎস্যজীবীদের ৮ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূলে যেতে নিষেধ করেছে, কারণ ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে জেলার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আজ ও আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোম ও মঙ্গলবার দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার জলপাইগুড়িতে বৃষ্টি হতে পারে। নিম্নচাপের পাশাপাশি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর বাংলাদেশ এবং রাজস্থানে। একটি অক্ষরেখা উত্তরপ্রদেশ থেকে ছত্রিশগড় এবং ওড়িশার উপর দিয়ে বঙ্গোপসাগরের নিম্নচাপ এলাকায় পর্যন্ত বিস্তৃত হয়ে রয়েছে। রবিবার কলকাতার আকাশ আংশিক কালো মেঘে ঢেকে থাকবে। সেইসঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ন পারদ ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। তবে আগামী কয়েকদিনের মধ্যে সর্বোচ্চ পারদ কমে ৩০ ডিগ্রি হতে পারে।

 

Advertisements