ড. ইউনূসের নির্দেশে বাংলাদেশে দুর্গাপুজোর নিরাপত্তায় থাকবে মাদ্রাসা ছাত্ররা

আসন্ন শারদোৎসব তথা দেশের দ্বিতীয় বৃহত্তম উৎসব দুর্গাপূজার (Durga Puja) নিরাপত্তায় বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে নিরাপত্তার কড়াকড়ি থাকছে। দুর্গাপূজার নিরাপত্তায়…

আসন্ন শারদোৎসব তথা দেশের দ্বিতীয় বৃহত্তম উৎসব দুর্গাপূজার (Durga Puja) নিরাপত্তায় বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে নিরাপত্তার কড়াকড়ি থাকছে। দুর্গাপূজার নিরাপত্তায় মাদ্রাসা ছাত্রদের নিয়ে মন্দির পাহারা দেওয়া হবে বলে মন্তব্য করেছেন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

বাংলাদেশে রক্তাক্ত গণবিক্ষোভের পর শেখ হাসিনার সরকারের পতন হয়। নোবেলজয়ী ড.মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে চলছে অন্তর্বর্তী সরকার। পালাবদলেন মুহূর্ত থেকে বাংলাদেশের সনাতনপন্থীরা বারবার আক্রান্ত বলে সংবাদ এসেছে। এর পাশাপাশি দেখা গেছে মন্দির পাহারা দিচ্ছেন মাদ্রাসার পড়ুয়া ও ইসলামি সংগঠনগুলি। আবার ইসলাম অবমাননার অভিযোগে এক সনাতনপন্থী কিশোরকে পুলিশের হেফাজত থেকে নিয়ে খুনের ঘটনা ঘটেছে।

   

বাংলাদেশে গত ধর্মনিরপেক্ষ আওয়ামী লীগ দল তথা শেখ হাসিনার জমানায় বারবার দুর্গাপূজার সময় হামলার ঘটনা ঘটেছিল। তবে প্রধানমন্ত্রী থাকাকালীন শেখ হাসিনা নিজে দুর্গাপূজায় অংশ নিতেন। হামলাকারীদের ধরপাকড়ও হত। তাঁর সরকারের পতনের পর বাংলাদেশে ইসলামি শাসনতন্ত্র কায়েম হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

ড.ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন শনিবার রাজশাহীর ইসলামিক ফাউন্ডেশন পরিদর্শন করে জানান, জাতীয় সংগীত পরিবর্তন নিয়ে ভাবা হচ্ছে না। বিতর্ক সৃষ্টি করে এমন কিছু অন্তর্বর্তী সরকার করবে না। তিনি বলেন, দুর্গাপূজার নিরাপত্তায় স্থানীয় সাধারণ জনগণের পাশাপাশি মাদ্রাসা ছাত্রদের সম্পৃক্ত করে মন্দির পাহারা দেওয়া হবে। যেন কোনও ধরনের হামলা বা নাশকতা না হয়।

তিনি আরও বলেন, পটপরিবর্তনের পর কিছু সনাতন ধর্মাবলম্বীর বাড়িতে যেমন হামলা হয়েছে, তেমনি মুসলমানদের বাড়িতেও হয়েছে। এটাকে ভিন্নভাবে দেখার সুযোগ নেই।