আধুনিক ক্রিকেটে প্রধানত চার তারকা ব্যাটসম্যানের আধিপত্য রয়েছে- বিরাট কোহলি, জো রুট, স্টিভ স্মিথ ও কেন উইলিয়ামসনের। ‘দ্য ফ্যাব ফোর’ নামেও পরিচিত এই চার ব্যাটসম্যানের মধ্যে কে সেরা, এই নিয়ে তর্ক রয়েছে। অস্ট্রেলিয়ার কিংবদন্তি অ্যালিসা হিলি (Alyssa Healy) এ ব্যাপারে বড় মন্তব্য করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে হিলি বিরাটকে ‘ফ্যাব ফোর’-এর একেবারে শেষে জায়গা দিয়েছেন।
বড় ঘোষণা! কপাল খুলবে এই ৫ ক্রিকেটারের?
‘LiSTNR Sport’ পডকাস্টে অ্যালিসা হিলি বলেছেন, ‘চারজনেই দুর্দান্ত ক্রিকেটার। তবে আমি যদি শুধু সংখ্যার ভিত্তিতে বলি, তাহলে কোহলিকে (Virat Kohli) চতুর্থ স্থানে রাখব। ইটা বাদ দিলে আমি বিরাটকে সব সময় এক নম্বরে রাখতে চাইবো। কিন্তু সংখ্যার ভিত্তিতে কোহলি আমার জন্য চতুর্থ স্থানে থাকবেন। বিষয়টা বিশ্লেষণাত্মকভাবে দেখছি।’
নিজের কেরিয়ার জুড়ে ছ’বার টি-টোয়েন্টি বিশ্বকাপ ও দু’বার ওয়ানডে বিশ্বকাপ জেতা হিলির মতে, জো রুট (Joe Root) তৃতীয় স্থানে, স্টিভ স্মিথ (Steve Smith) দ্বিতীয় স্থানে ও নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন (Kane Williamson) থাকবেন সেরা চারজনের মধ্যে একবারের প্রথম স্থানে।
উইলিয়ামসনকে কেন পয়লা নম্বরে রাখলেন হিলি? হিলির ব্যাখ্যা, বিরাট, স্মিথ, রুট তাঁর দলের সতীর্থদের থেকে যে পরিমাণ সাপোর্ট পেয়েছেন, উইলিয়ামসন বহু ক্ষেত্রে সেটা পাননি। একাধিক ক্ষেত্রে নিউজিল্যান্ড দলকে একার কাঁধে টেনে নিয়ে গিয়েছেন কেন উইলিয়ানসন।
কেরিয়ার শেষের মুখে! ভারতীয় দলে সুযোগ না-ও পেতে পারেন এই ব্যাটার
অজি কিংবদন্তির কথায়, ‘উইলিয়ামসন পুরো নিউজিল্যান্ড দলকে দায়িত্ব নিয়ে চালিত করেছেন। বিরাট তাঁর পাশে একাধিক ক্রিকেটারকে পেয়েছেন। রোহিত শর্মা, কেএল রাহুল দরকারে সেঞ্চুরি করে দলকে সাহায্য করা ব্যাটার। এমনকি (রবীন্দ্র) জাদেজাও আট নম্বরে ১০০ রান করতে পারেন। কিন্তু আমার মনে হয়, উইলিয়ামসন যদি রান না করে, তাহলে নিউজিল্যান্ড জয়ের ধারেকাছেও যেতে পারবে না।’