দুর্ঘটনার কবলে বিধায়কের গাড়ি, ষড়যন্ত্রের আশঙ্কা

মঙ্গলবার মাঝ রাস্তায় গাড়ি দুর্ঘটনার কবলে পড়ল রাজ্যের এক বিধায়কের গাড়ি। অল্পের জন্য প্রাণে রক্ষা পেল বিধায়ক ও তাঁর স্ত্রী সহ বাকিরা। বর্তমানে তাঁরা শহরের…

দুর্ঘটনার কবলে বিধায়কের গাড়ি, ষড়যন্ত্রের আশঙ্কা

মঙ্গলবার মাঝ রাস্তায় গাড়ি দুর্ঘটনার কবলে পড়ল রাজ্যের এক বিধায়কের গাড়ি। অল্পের জন্য প্রাণে রক্ষা পেল বিধায়ক ও তাঁর স্ত্রী সহ বাকিরা। বর্তমানে তাঁরা শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গিয়েছে, এদিন বিকেল বেলা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন বিধায়ক হুমায়ূন কবীর। গাড়ির চালক সহ ছিলেন স্ত্রী, নিরাপত্তারক্ষী। হঠাৎ গুড়াপ থানার বশিপুর মোড়ে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দ্রুত গতিতে একটি লরি এসে ধাক্কা মারে। নিয়ন্ত্রণ হারিয়ে বিধায়কের গাড়িটি সামনের একটি কনটেইনারে গিয়ে ধাক্কা মারে।

এরফলে বিধায়কের গাড়ির সম্পূর্ণ প্রায় নষ্ট হয়ে গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে গুড়াপ থানার পুলিশ। দুর্ঘটনার ফলে গাড়িতে থাকা সকলেই গুরুতর চোট পেয়েছেন। দ্রুত তাঁদের সকলকে কলকাতার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Advertisements

এই ঘটনায় ষড়যন্ত্রের আশঙ্কা করা হচ্ছে। পলাতক লরি চালককে খুঁজছে পুলিশ। কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের শীঘ্রই খুঁজে বার করা হবে। উল্লেখ্য, কয়েকদিন আগেই রাজ্যের আরও একজন বিধায়ক তথা মন্ত্রী জাকির হোসেন গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। বিধায়কের সঙ্গে আহত হয়েছিলেন তাঁর দুই নিরাপত্তারক্ষীও।