কলকাতা ফুটবল লিগের (CFL) শুরু থেকেই অনবদ্য ছন্দে রয়েছে ইমামি ইস্টবেঙ্গল। গ্ৰুপ পর্বের প্রথম ম্যাচে টালিগঞ্জ অগ্রগামীকে বড় ব্যবধানে হারিয়ে অভিযান শুরু করেছিল ময়দানের এই প্রধান। তারপর জর্জ টেলিগ্রাফ থেকে শুরু করে ক্যালকাটা কাস্টমস হোক কিংবা পুলিশ এফসি। অনায়াসেই জয় ছিনিয়ে নিয়েছে জেসিন টিকে’রা। এমনকি চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টের বিপক্ষে ও জয় এসেছে অতি সহজেই।
যারফলে ব্যাপক আত্মবিশ্বাস বেড়ে যায় দলের ফুটবলারদের। প্রভাব পড়ে পরবর্তী ম্যাচ গুলিতে। মাঝে ক্যালকাটা কাস্টমসের বিপক্ষে ড্র করলেও পরের ম্যাচ থেকেই ফের জয়ে ফেরে লাল-হলুদ ব্রিগেড। এই অনবদ্য পারফরম্যান্সের দরুন গ্ৰুপ পর্বের বেশকিছু ম্যাচ বাকি থাকতেই সুপার সিক্স নিশ্চিত করে ফেলে বিনো জর্জের ছেলেরা। তবে গ্ৰুপ চ্যাম্পিয়ন হয়েই পরবর্তী রাউন্ড খেলার লক্ষ্য ছিল ফুটবলারদের।
সেটাই হয়েছে এবার। নির্ধারিত সূচি অনুযায়ী শুক্রবার বিকেলে গ্ৰুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ হিসেবে ছিল ক্যালকাটা পুলিশ দল। নির্ধারিত সময়ে শেষে তাঁদের বিপক্ষে ও ৩-০ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় ময়দানের এই প্রধান। গোল করেন সুনীল বাথালা,তন্ময় দাস এবং সায়ন ব্যানার্জি। এই জয়ের ফলে গ্ৰুপ পর্বের শীর্ষস্থানে থেকেই সুপার সিক্স খেলতে নামছে পিভি বিষ্ণুরা। অন্যদিকে দ্বিতীয় স্থানে শেষ করে সুপার সিক্স খেলবে ভবানীপুর দল।
FT | You’re now looking at the Group B toppers! 😍
5️⃣ more to go! 👊#JoyEastBengal #EmamiEastBengal #CFL pic.twitter.com/IwLT1ASbcB
— East Bengal FC (@eastbengal_fc) September 6, 2024
হিসাব অনুযায়ী দেখলে এবারের কলকাতা ফুটবল লিগের গ্ৰুপ পর্বের সর্বোচ্চ পয়েন্টের অধিকারী থেকেছে ইস্টবেঙ্গল। এছাড়াও আগত সুপার সিক্সের যোগ্যতা অর্জন করেছে ময়দানের আরেক প্রধান মহামেডান স্পোর্টিং ক্লাব। গত বছর খেতাব জয় করেছিল এই ক্লাব। তবে এবারের গ্ৰুপ পর্বে খুব একটা ভালো পারফরম্যান্স না থাকলেও সুপার সিক্সে সাফল্য পাওয়াই লক্ষ্য তাঁদের। পাশাপাশি সুপার সিক্সে অংশ নিতে চলেছে ডায়মন্ড হারবার এফসি, সুরুচি সংঘ, ভবানীপুর এবং ক্যালকাটা কাস্টমস দল।