Kia Sonet-এর Gravity এডিশন লঞ্চ হল, ফিচার ও দাম জানুন

Seltos-এর Gravity-র পর এবার আরও এক এসইউভি গাড়ি এই একই এডিশনে লঞ্চ করল কিয়া (Kia)। বাজারে এল নতুন কিয়া সনেট গ্র্যাভিটি (Kia Sonet Gravity)। এই…

kia-sonet-gravity-edition

Seltos-এর Gravity-র পর এবার আরও এক এসইউভি গাড়ি এই একই এডিশনে লঞ্চ করল কিয়া (Kia)। বাজারে এল নতুন কিয়া সনেট গ্র্যাভিটি (Kia Sonet Gravity)। এই নয়া ভ্যারিয়েন্টের দাম ১০.৫০ লক্ষ টাকা (এক্স-শোরুম) রাখা হয়েছে। আসলে ভারতে সংস্থার পাঁচ বছর উদযাপন উপলক্ষ্যে একের পর এক গাড়ির নয়া ভ্যারিয়েন্ট লঞ্চ করে চলেছে দক্ষিণ কোরিয়ার সংস্থা। আবার Kia Carens MPV-ও এই একই এডিশনে আনা হয়েছে।

Advertisements

Kia Sonet Gravity : ফিচার্স

   

নতুন সনেট গ্র্যাভিটি-তে দেওয়া হয়েছে একটি ইলেকট্রিক সানরফ, একটি ৮-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, ওয়্যারলেস অ্যানড্রয়েড অটো ও অ্যাপেল কারপ্লে। এছাড়া দেওয়া হয়েছে ইন্ডিগো পেরা লেদারেট সিট এবং চামড়ায় মোড়ানো স্টিয়েরিং হুইল এবং গিয়ার নব।

বাড়তি ফিচার্সের মধ্যে রয়েছে, রিয়ার সেন্টার আর্মরেস্ট ও রিয়ার অ্যাডজাস্টেবল হেডরেস্ট। অতিরিক্ত অভ্যন্তরীণ বৈশিষ্ট্যগুলির মধ্যে কাপহোল্ডার এবং রিয়ার অ্যাডজাস্টেবল হেডরেস্ট সহ একটি রিয়ার সেন্টার আর্মরেস্ট অন্তর্ভুক্ত রয়েছে। দ্বিতীয় সারির আসনগুলি ৬০ঃ৪০ বিভাজনে ভাঁজ করা যেতে পারে। কিয়া সনেট গ্র্যাভিটিতে সিলভার-পেইন্টেড ডোর হ্যান্ডলস, বডি কালারের একটি রিয়ার স্পয়লার এবং ক্রিস্টাল কাট ফিনিশে ১৬ ইঞ্চি অ্যালয় লাগানো হয়েছে।

Advertisements

বাজার ধতে নতুন সিএনজি গাড়ি আনছে Maruti Suzuki, কোন মডেল এটি?

কিয়া সনেট গ্র্যাভিটি (Kia Sonet Gravity) ট্রিম তিনটি ইঞ্জিন বিকল্পের সঙ্গে বেছে নেওয়া যাবে। ১.২ লিটার পেট্রোল, যা পাঁচ গতির ম্যানুয়াল গিয়ারে উপলব্ধ। এর মূল্য রাখা হয়েছে ১০.৫০ লক্ষ টাকা। আবার ১.০-লিটার টার্বো-পেট্রোল ইঞ্জিনে রয়েছে ছয় গতির আইএমটি। এটি কিনতে খরচ পড়বে ১১.২০ লক্ষ টাকা। সবশেষে ছয় গতির গিয়ার সহ ১.৫-লিটার ডিজেল মোটর রয়েছে। এর দাম ১২ লক্ষ টাকা ধার্য করা হয়েছে। উপরে উল্লেখিত সকল মূল্যই এক্স-শোরুম অনুযায়ী। নতুন সনেট গ্র্যাভিটি ভ্যারিয়েন্টটি HTK+ ট্রিমের উপরে স্থান পেয়েছে।