হরিয়ানায় বিধানসভা ভোটের আগে বিরাট চমক দিল কংগ্রেস। ভোটের ঠিক আগে আজ বুধবার নয়াদিল্লিতে কংগ্রেসে যোগ দিলেন কুস্তিগীর ভিনেশ ফোগাট এবং বজরং পুনিয়া। এদিকে রাজনীতিতে অভিষেক হয়েই রীতিমতো হুঙ্কার করতে শোনা গেল ভিনেশ ফোগাট (Vinesh Phogat)-কে।
এদিন কংগ্রেসে (Congress) যোগ দেওয়ার আগে ভিনেশ ফোগাট এবং বজরং পুনিয়া মল্লিকার্জুন খাড়গের দিল্লির বাসভবনে তাঁর সঙ্গে দেখা করেছিলেন। বৈঠকের পর নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে খাড়গে লেখেন, ‘চক দে ইন্ডিয়া, চক দে হরিয়ানা’। মল্লিকার্জুন খাড়গে আরও লিখেছেন, ‘আমরা আপনাদের দুজনের জন্য গর্বিত।’
কংগ্রেসে যোগ দিয়ে ভিনেশ ফোগাট বলেন, ‘আমি দেশের মেয়েদের জন্য আওয়াজ তুলব। খারাপ সময়ে, আপনি জানেন কে আপনার সঙ্গে আছে এবং কে নেই। আমরা যখন প্রতিবাদ করছিলাম, তখন ভারতীয় জনতা পার্টি আমাদের সমর্থন করেনি, কিন্তু আজ আমি নতুন করে শুরু করছি। আমি কংগ্রেসকে ধন্যবাদ জানাই। আমাদের যখন রাস্তায় টেনে নিয়ে যাওয়া হয়, তখন বিজেপি ছাড়া সব দল আমাদের সঙ্গে ছিল। আমি এমন একটি দলে যোগ দিতে পেরে গর্বিত যারা মহিলাদের পাশে দাঁড়িয়েছে এবং ‘রাস্তা থেকে সংসদে’ লড়াই করতে প্রস্তুত।’
ভিনেশ ফোগাট জানান, ‘লড়াই কিন্তু চলছে, এখনও শেষ হয়নি। বিষয়টি এখনও আদালতে আছে, সেই লড়াইয়েও আমরা জিতব। আজ যে নতুন প্লাটফর্ম পাওয়া যাচ্ছে, তা নিয়ে আমরা দেশের সেবায় কাজ করব, যেভাবে আমরা আমাদের খেলাটা মনেপ্রাণে খেলেছি, মানুষের জন্য কাজ করতে আমরা আমাদের সেরাটা দেব। আমি আমার বোনেদের বলতে চাই যে যদি আপনাদের জন্য কেউ না থাকে তবে কংগ্রেস এবং আমি আপনাদের সাথে থাকব এবং আমি অবশ্যই আপনাদের আশ্বাস দিতে পারি যে আমরা অবশ্যই সেখানে থাকব।’
#WATCH | After joining the Congress party, Vinesh Phogat says, “The fight is continuing, it hasn’t ended yet. It’s in Court. We will win that fight as well… With the new platform that we are getting today, we will work for the service of the nation. The way we played our game… pic.twitter.com/WRKn5Aufv2
— ANI (@ANI) September 6, 2024
#WATCH | Delhi | On joining Congress, Vinesh Phogat says, “I thank Congress party…Kehte hain na ki bure time mein pata lagta hai ki apna kaun hai…When we were being dragged on the road, all parties except BJP were with us. I feel proud that I have joined a party which stands… pic.twitter.com/FIV1FLQeXa
— ANI (@ANI) September 6, 2024