ভারতীয় দলে নিশ্চিত এই ব্যাটার! মাঠে নেমেই করলেন সেঞ্চুরি

লাল বলের ক্রিকেটে (Duleep Trophy) ফিরেছেন ঋষভ পন্থ। মাত্র ১০ বল টিকতে পেরেছিলেন তিনি। তবে মুশির খানের (Musheer Khan) অপরাজিত সেঞ্চুরি ভারত ‘এ’ দলের বিরুদ্ধে…

musheer khan India B vs India A Duleep Trophy

লাল বলের ক্রিকেটে (Duleep Trophy) ফিরেছেন ঋষভ পন্থ। মাত্র ১০ বল টিকতে পেরেছিলেন তিনি। তবে মুশির খানের (Musheer Khan) অপরাজিত সেঞ্চুরি ভারত ‘এ’ দলের বিরুদ্ধে চার দিনের দলীপ ট্রফির ম্যাচের প্রথম দিনে ভারত ‘বি’ (India B vs India A)-কে সাত উইকেটে ২০২ রানে নিয়ে যায়।

চোখ জুড়োনো গোল, চ্যাম্পিয়নের মতোই খেলছে আর্জেটিনা

   

১৯ বছর বয়সী মুশির ২২৭ বলে ১০৫ রানের অপরাজিত ইনিংস খেলেন। যার মধ্যে ছিল ১০টি চার ও ২টি ছক্কা। এছাড়া অপরাজিত ২৯ রান করেন নভদীপ সাইনি। অষ্টম উইকেটে ১০৮ রানের জুটি গড়ে দলকে সংকট থেকে বের করে আনেন দু’জনে। একটা সময় ৯৪ রানে ভারত ‘বি’র সাত উইকেটের পতন হয়েছিল।

১৪তম ওভারে অভিমন্যু ঈশ্বরনের উইকেট পড়ে যাওয়ার পর মাঠে নামেন মুশির। ঈশ্বরন আবেশ খানের অফ স্টাম্পের বাইরে যাওয়া বল খেলতে দিয়ে উইকেটরক্ষক ধ্রুব জুরেলের হাতে ক্যাচ তুলে দিয়েসিলেন। প্রথমবারের মতো দলীপ ট্রফি খেলতে নামা মুশির ধীরস্থিরভাবে খেলেছেন। তানুশ কোটিয়ানকে দু’টি ছক্কাও মারেন তিনি।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ও রঞ্জি মরশুমে দুর্দান্ত পারফর্ম করা মুশির কুলদীপ যাদবের বলে রান করে সেঞ্চুরি পূর্ণ করেন। যশস্বী জয়সওয়াল ৫৯ বলে ৩০ রান করলেও খলিল আহমেদের বলে শাশ্বত কুমারকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি।

ছন্দে ফিরতে জয়সওয়ালের ভরসা সেই রাহুল দ্রাবিড়

দলীপ ট্রফি ২০২৪-এর জন্য চারটি দলের স্কোয়াড

টিম এ: শুভমান গিল (অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, লোকেশ রাহুল, তিলক ভার্মা, শিবম দুবে, তনুশ কোটিয়ান, কুলদীপ যাদব, আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণা, খলিল আহমেদ, আবেশ খান, বিদ্বথ কাভেরাপ্পা, কুমার কুশাগ্র, শাশ্বত রাওয়াত।

টিম বি: অভিমন্যু ঈশ্বরণ (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, সরফরাজ খান, ঋষভ পন্থ, মুশির খান, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, নবদীপ সাইনি, যশ দয়াল, মুকেশ কুমার, রাহুল চাহার, আর সাই কিশোর, মোহিত অবস্থি, এন জগদীশন।

টিম সি: রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), সাই সুদর্শন, রজত পতিদার, অভিষেক পোড়েল (উইকেটরক্ষক), বি ইন্দ্রজিৎ, হৃতিক শোকিন, মানব সুথার, ভিশাক বিজয়কুমার, অংশুল খাম্বোজ, হিমাংশু চৌহান, মায়াঙ্ক মারকান্ডে, আরিয়ান জুয়াল (উইকেটরক্ষক), সন্দীপ ওয়ারিয়র।

‘ডি’ দল: শ্রেয়স আইয়ার (অধিনায়ক), অথর্ব তাইডে, যশ দুবে, দেবদত্ত পাড়িক্কল, ইশান কিষাণ (উইকেটরক্ষক), রিকি ভুই, সরাংশ জৈন, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, আদিত্য ঠাকরে, হর্ষিত রানা, তুষার দেশপাণ্ডে, আকাশ সেনগুপ্ত, কেএস ভরত, সৌরভ কুমার।