লিওনেল মেসি চোটের কারণে মাঠের বাইরে। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন আঞ্জেল দি মারিয়া। এই দুই কিংবদন্তিকে ছাড়াই চিলির বিরুদ্ধে বড় ব্যধানে জিতল আর্জেটিনা (Argentina vs Chile)।
দলীপেও ব্যর্থ, ভারতীয় দলে কি তবে অনিশ্চিত শ্রেয়স?
চিলির বিরুদ্ধে ৩-০ গোলে জয় লাভ করেছে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা। বিরতির আগে কোনও পক্ষই গোল করতে পারেনি। আর্জেটিনা গতিময় ফুটবল খেলার চেষ্টা করলেও সফল হয়নি। বল নিজেদের নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে বেশ হিমশিম খেয়েছিল গতবারের বিশ্বকাপ বিজেতারা।
খেলা ঘুরে যায় বিরতির পর। বিরতির থেকে মাঠে ফেরার মিনিট তিনেকের মধ্যে আর্জেন্টিনার গোল। চোখ জুড়িয়ে দেওয়ার মতো গোল করলেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। এরপর বাকি গোল দু’টি করেন হুলিয়ান আলভারেজ ও পাওলো দিবালা। দিবালোকে পরিবর্তে ফুটবলার হিসেবে মাঠে নামিয়েছিলেন হেড লিওনেল স্কালোনি।এদিনের এই জয়ের ফলে লাতিন আমেরিকা থেকে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে আর্জেন্টিনার নামের পাশে ৭ ম্যাচে ১৮ পয়েন্ট। তারাই এখন পয়েন্ট তালিকার শীর্ষস্থানে। ৭ ম্যাচের পর ৫ পয়েন্ট নিয়ে চিলি রয়েছে ৯ নম্বরে। ৬ ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে ব্রাজিল।
ভেঙে যাওয়ার মুখে IPL-এর রেকর্ড! আর একটা ৬ হলেই বদলে যেত সব
🏆 #Eliminatorias Una noche perfecta 🫶🇦🇷
¡Gracias por compartirla con nosotros! pic.twitter.com/eHvLkGRumD
— 🇦🇷 Selección Argentina ⭐⭐⭐ (@Argentina) September 6, 2024
দেশের জার্সি থেকে অবসর নিলেও খেলা দেখতে এসেছিলেন দি মারিয়া। ম্যাচ শেষ হওয়ার পর মাঠেই সতীর্থরা তাঁকে বিশেষ সংবর্ধনা জানিয়েছেন। আর্জেন্টিনার জন্য এই জয় খুবই গুরুত্বপূর্ণ। কারণ মেসি, মারিয়াকে ছাড়া নতুন করে দল গোছাতে হচ্ছে। তাতে অবশ্য খুব একটা অসুবিধা হচ্ছে না। চ্যাম্পিয়নরা খেলছে চ্যাম্পিয়নের মতোই।