নতুন করে বঙ্গোপসাগরে দানা বাঁধতে শুরু করেছে নিম্নচাপ। আর এই নিম্নচাপের জেরে ফের একবার তোলপাড় করা আবহাওয়া ধেয়ে আসছে বাংলার দিকে তাক করে। আজ শুক্রবার ৬ সেপ্টেম্বর থেকে আমূল বদলে যেতে চলেছে আবহাওয়া (Weather Update)। প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলি।
বর্তমান সময়ে অন্ধ্রপ্রদেশ থেকে দিল্লি-এনসিআর, বিহার, উত্তরপ্রদেশ-সহ একাধিক রাজ্যে লাগাতার বৃষ্টি হচ্ছে। অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার পরিস্থিতির অবনতি হয়েছে। এবার আরও এক বিপদের আশঙ্কাপ্রকাশ করল আইএমডি থেকে শুরু করে আলিপুর আবহাওয়া দফতর। আইএমডির বিজ্ঞানীরা জানিয়েছেন, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এটি পরবর্তী সময়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভাসবে উত্তর থেকে দক্ষিণবঙ্গের একাংশ।
আবহাওয়াবিদদের মতে, আগামী ২৪ ঘণ্টা আবহাওয়ার দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। বঙ্গোপসাগরে পরিবর্তিত পরিস্থিতির কারণে পশ্চিমবঙ্গ থেকে ওড়িশায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ বাংলার আবহাওয়া কেমন থাকবে সেটা নিয়ে মুখে মাছি ঢোকার মতো পূর্বাভাস জারি করেছে। পূর্বাভাস অনুযায়ী, এদিন বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টি হবে বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ, কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগণা।
অন্যদিকে আজ উত্তরবঙ্গের ৫ জেলা যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৌসম ভবনের সর্বশেষ রিপোর্টে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। এর জেরে শুক্রবার অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের কাছে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এই সিস্টেম উপকূলরেখা বরাবর ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হবে এবং সমুদ্রেও এর প্রভাব বাড়বে।
এটি ৮ সেপ্টেম্বর উত্তর বঙ্গোপসাগরে আছড়ে পড়তে পারে। আগামী ১০/১১ সেপ্টেম্বরের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় এই ব্যবস্থা সক্রিয় হয়ে উঠবে। ফলে নিম্নচাপটি পূর্ব উপকূলের কাছে সমুদ্রের উপর প্রায় ৫ দিন অবস্থান করবে। এদিকে নিম্নচাপ, ঘূর্ণাবর্তের কারণে সমুদ্র উত্তাল থাকবে। যার ফলে আপাতত ফের একবার মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।