কলকাতা ক্লাব ক্রিকেট মরসুমে এ বার দারুন ভাবে ক্লাব গুছিয়ে নিল কালীঘাট ক্লাব (Kalighat Club)। বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল বাংলার সেরা তিন ক্লাবকে সই করাতে পারে প্রায় ৮০ বছর পুরোনো এই ক্লাবটি। গতকাল সেই জল্পনা সত্যি করতে সিলমোহর দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। যদিও গত মরসুমেই কালীঘাটের হয়ে খেলেছেন অনুষ্টুপ মজুমদার। এ বার তার সঙ্গে জুড়লেন মনোজ তিওয়ারি ও ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। আগামী ৭ সেপ্টেম্বর ক্লাব হাউসে অফিসিয়ালি চুক্তিবদ্ধ হবেন বাংলার এই তিন তারকা ব্যাটার।
বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে ১০ হাজারেরও বেশি রান রয়েছে মনোজ তিওয়ারির (Manoj Tiwary)। এছাড়াও লিস্ট এ ক্রিকেটে ৫ হাজারেআর বেশি রান রয়েছে তাঁর। তবে বেশ কিছু মাস আগে সবধরনের ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন মনোজ। বাংলার হয়েও খেলার প্রসঙ্গে না জানিয়ে দিয়েছিলেন। তবে মনোজ না খেললেও অনুষ্টুপ (Anustup Majumdar) ও ঋদ্ধিমান রাজ্য দলের হয়ে খেলা চালিয়ে যাবেন বলেই জানিয়েছেন।
এছাড়াও বিগত আইপিএলে বেশ কিছু ভালো ইনিংস খেলতে দেখা যায় ঋদ্ধিকে। তবে বঙ্গ জার্সিতে তাঁদের একসঙ্গে খেলতে দেখা না গেলেও, ক্লাব ক্রিকেটে বাংলার তারকা ত্রয়ীকে আবারও একই দলের হয়ে খেলতে দেখা যাবে। এদিন ক্রিকেট ভক্তদের সেই আশা পূরণ করে দিল কালীঘাট ক্লাব।
কালীঘাট ক্লাবের এক কর্তা জানান, শনিবার (৭ই সেপ্টেম্বর) আনুষ্ঠানিক ভাবে তিন তারকার সই-সাবুদ সম্পন্ন হবে। এছাড়াও সেদিন আলাদা ভাবে সাংবাদিক বৈঠক করবেন বাংলার এই তিন সুপারস্টার ক্রিকেটার। সবকিছু ঠিক থাকলে আসন্ন পি সেন ট্রফিতেই খেলতে দেখা যেতে পারে বাংলার তিন ব্যাটারকে।