জামশেদপুরে যোগদান করে কী বললেন লাজার সিরকোভিচ? জানুন

গত মরসুম থেকেই নিজেদের হারানো ছন্দে ফিরতে শুরু করেছিল জামশেদপুর এফসি (Jamshedpur FC)। সেবার সুপার সিক্স হাতছাড়া হলেও দলের পারফরম্যান্সে খুশি ছিল ম্যানেজমেন্ট। যারফলে নয়া…

lazar cirkovic

গত মরসুম থেকেই নিজেদের হারানো ছন্দে ফিরতে শুরু করেছিল জামশেদপুর এফসি (Jamshedpur FC)। সেবার সুপার সিক্স হাতছাড়া হলেও দলের পারফরম্যান্সে খুশি ছিল ম্যানেজমেন্ট। যারফলে নয়া সিজনে ও খালিদ জামিলের উপরেই ভরসা রাখে আইএসএলের এই ফুটবল ক্লাব। তাঁর নির্দেশ মেনেই গত কয়েক সপ্তাহে একাধিক দেশি ও বিদেশি ফুটবলারদের সই করিয়েছে জামশেদপুর এফসি। তবে ষষ্ঠ বিদেশি নিয়ে দেখা দিয়েছিল ধোঁয়াশা।

Advertisements

তবে গত কয়েক সপ্তাহ ধরেই উঠে আসতে শুরু করেছিল লাজার সিরকোভিচের (Lazar Cirkovic) নাম। আগের মরসুমে‌ বুদাপেস্ট হোনেন্ড এফসি থেকে চেন্নাইয়িন এফসিতে যোগদান করেছিলেন এই সার্বিয়ান ডিফেন্ডার। কিন্তু পরবর্তীতে‌ তাঁকে রিলিজ করে দেয় দক্ষিণের সেই ক্লাব। তারপর এই সার্বিয়ান ডিফেন্ডারসঙ্গে কথাবার্তা শুরু করে জামশেদপুর। শোনা যাচ্ছিল, দলের রক্ষণভাগের শক্তি বাড়াতে এই ফুটবলারকেই সই করাতে চাইছে খালিদ জামিলের ক্লাব। অবশেষে সেটাই হল এবার।

   

বৃহস্পতিবার নিজেদের সোশ্যাল সাইট থেকে এই বিদেশি ডিফেন্ডারের যোগদানের কথা ঘোষণা করে জামশেদপুর এফসি।  যারফলে সিরকোভিচের উপস্থিতিতে অনেকটাই শক্তিশালী হয়ে উঠবে দলের রক্ষণভাগ। ডুরান্ডের হতাশাজনক পারফরম্যান্সের পর এবারের আইএসএলে ভালো পারফরম্যান্স করাই এখন অন্যতম লক্ষ্য দলের ফুটবলারদের।

Advertisements

অপরদিকে দলের সঙ্গে যোগদান করে সিরকোভিচ বলেন, “জামশেদপুর এফসিতে যোগদান করতে পেরে আমি যথেষ্ট রোমাঞ্চিত। ভারতীয় ক্লাব ফুটবলে যথেষ্ট প্রভাবশালী এই ফুটবল ক্লাব।আমি এই দলের একটি অংশ হতে পেরে যথেষ্ট গর্বিত। আমি আত্মবিশ্বাসী যে আমরা কঠোর পরিশ্রম করে এই সিজনে দুর্দান্ত কিছু অর্জন করতে পারব।” পাশাপাশি তিনি আরও বলেন, “জামশেদপুর দলের সমর্থকদের খুশি করার জন্য আমরা নিজেদের সেরাটা দেব‌। আপনারা সবাই পাশে থাকুন। দলকে সমর্থন করুন।”