সম্প্রতি বিশ্ব জুড়ে বিভিন্ন দেশের সরকারের কড়া নিয়মের প্যাঁচে জড়িয়ে লেজে গোবরে অবস্থা গুগল প্লে স্টোরের (Google Play Store)। তার মুখ্য কারণ সংস্থার বিলিং নীতি। কিন্তু চলার পথ বন্ধুর হওয়া সত্ত্বেও নিজেদের এগিয়ে নিয়ে যাওয়ার গতি অবিচল রেখেছে গুগলের এই শাখা। এবারে সংস্থা ব্যবহারকারীদের জন্য বিশেষ সুবিধা নিয়ে এল। কী শুনবেন?
গুগল প্লে স্টোর জানিয়েছে, এখন থেকে ইউজাররা একসঙ্গে দুটি অ্যাপ ইন্সটল করতে পারবেন। এতদিন যা শুধুমাত্র ইউজারদের কল্পনাতেই ছিল। নিরন্তর প্রয়াস চালিয়ে গুগল প্লে স্টোরের ডেভেলপাররা এই চমক আনতে পেরেছেন। আবার একই সময়ে একের অধিক অ্যাপ আপডেট করা যাবে। বলার অপেক্ষা রাখে না, এই নতুন বৈশিষ্ট্যগুলি যোগ হওয়ায় বহু ব্যবহারকারী উপকৃত হবেন।
এখন এই ফিচার বিভিন্ন ডিভাইসে উপলব্ধ হয়েছে বলে নিশ্চিত করেছে টেক জায়ান্ট 9to5Google। জানিয়ে রাখি, এতদিন পর্যন্ত কেবল তিনটি অ্যাপ একসঙ্গে আপডেট করা যেত। কিন্তু এখন এই পুরনো ধারণা বদলে দিয়েছে সংস্থা। আসলে Apple App Store-এর সঙ্গে টক্কর নিতেই এই ব্যবস্থা চালু করা হয়েছে।
এদিকে এই নতুন ফিচার সার্ভার সাইড হিসেবে আনা হবে নাকি প্লে স্টোর (Google Play Store) আপডেট করলে পাওয়া যাবে, তা এখনো স্পষ্ট নয়। এটা শুনে আনেকেই ভাবতে পারেন, যেখানে প্লে স্টোর থেকেই আমরা সমস্ত অ্যাপ আপডেট ও ইন্সটল করি, সেখানে প্লে স্টোর আপডেট করার উপায় কী? এর উত্তরে জানিয়ে রাখি, কোম্পানি চাইলে অ্যান্ড্রয়েড সিস্টেমে আপডেট হিসেবে আনা হতে পারে এই নতুন বৈশিষ্ট্যটি।