ভারতকে কেন বেছে নিলেন লা মাসিয়া, আর্সেনালের প্রাক্তন ফুটবলার?

এবারের ট্রান্সফার উইন্ডোতে হয়েছে অনেক দল বদল। রয়েছে অনেক চমক। যেমন Jon Toral নামের এই ফুটবলার। লা মাসিয়া অ্যাকাডেমি থেকে ফুটবলে হাতেখড়ি। আর্সেনালের প্রাক্তন ফুটবলার।…

Jon Toral

এবারের ট্রান্সফার উইন্ডোতে হয়েছে অনেক দল বদল। রয়েছে অনেক চমক। যেমন Jon Toral নামের এই ফুটবলার। লা মাসিয়া অ্যাকাডেমি থেকে ফুটবলে হাতেখড়ি। আর্সেনালের প্রাক্তন ফুটবলার। নতুন মরশুমে খেলতে চলেছেন ইন্ডিয়ান সুপার লিগে। একাধিক ক্লাবের অফার থাকার পরেও কেন ভারতীয় ফুটবলকে বেছে নিলেন জন তোরাল।

নিজেকে নতুন করে চেনাচ্ছেন দীপ, মাঝমাঠে তৈরি করছেন খেলা

   

সম্প্রতি Firstpost-এর পক্ষ থেকে জন তোরালের একটি সাক্ষাৎকার নেওয়া হয়েছে। মুম্বই সিটি এফসিকে কেন বেছে নিলেন? জন তোরালকে করা হয়েছিল এই প্রশ্ন। জন তোরাল বলেছেন, ‘নিজের যুব কেরিয়ার সম্পর্কে ভাগ্যবান বলে মনে করি। ফুটবলের সবথেকে ভালো স্কুল, বার্সেলোনার লা মাসিয়া থেকে ফুটবল খেলা শিখতে পেরেছি। আমার কাছে লা মাসিয়া ফুটবলের হার্ভার্ড। ওই সময়ের জন্য আমি কৃতজ্ঞ। অনেক কিছু শিখেছি, শুধু খেলোয়াড় হিসেবে নয়, ব্যক্তি হিসেবেও। আর্সেনালেও খুব ভাল সময় কাটিয়েছি। প্রতিভাবান কিছু খেলোয়াড়ের সঙ্গে খেলার সৌভাগ্য হয়েছে আমার।’

এরপর তিনি বলেছেন, ‘আমি এখানে তরুণ খেলোয়াড়দের যেভাবে পারি সাহায্য করতে এসেছি। কিন্তু একই সময়ে, আমি তাদের কাছ থেকেও শিখতে এসেছি। কারণ এমন অনেক কিছু রয়েছে যেগুলো তারা আমাকে শেখাতে পারবে। কোচ অনেকবার বলেছেন যে ক্লাবে, দলে একসঙ্গে থাকা এবং সবাইকে সাহায্য করা, একে ওপরের পাশে থাকার লক্ষ্য রয়েছে আমাদের।’

রেল দুর্ঘটনায় বাদ পা, হার না মেনে ব্যাডমিন্টনে সোনা জিতলেন নীতেশ

মুম্বই সিটি এফসি যখন প্রথম যোগাযোগ করেছিল সেই সময়কার কথাও বলেছেন জন তোরাল। ব্রেন্টফোর্ড, বারমিংহ্যাম সিটির প্রাক্তন ফুটবলার জানিয়েছেন, ‘গ্রিসে মরশুম শেষ হওয়ার পর ভবিষ্যৎ পরিকল্পনা করছিলাম।সম্ভবত মে মাসের শেষ এবং জুনের কাছাকাছি মুম্বই সিটি এফসির কাছ থেকে অফার পেয়েছিলেন। গ্রীসে চুক্তির মেয়াদ শেষ করার পর তাদের অফার শুনেছিলাম। অন্যান্য ক্লাবের ব্যাপারেও ভাবনা-চিন্তা করছিলাম। নিজের পরিবার সহ সব দিক বিবেচনা করে মুম্বই সিটি এফসিতে সই করার সিদ্ধান্ত নিই।’