আরজি কর-কাণ্ডে একদিকে যখন বাংলা সহ গোটা দেশ উত্তাল তখন সকাল সকাল হানা দিল ইডি (ED)। আজ মঙ্গলবার সকাল সকাল বাংলার বহু জায়গায় আচমকা তল্লাশি অভিযান শুরু করেছেন ইডির আধিকারিকরা বলে খবর। মূলত দুর্নীতি মামলায় এই তল্লাশি অভিযান বলে কানাঘুষো শোনা যাচ্ছে।
আজ ৩ সেপ্টেম্বর কলকাতার একটি নামী বেসরকারি স্কুলের ট্রাস্টি ফান্ডের আর্থিক কেলেঙ্কারিকে কেন্দ্র করে কলকাতার বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি। এই কেলেঙ্কারিতে জড়িত এক ট্রাস্টির বাড়িতে তল্লাশি চালায় ইডি। ব্যক্তিটি বেসরকারী বিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য।
প্রতিষ্ঠানটির আর্থিক অনিয়মের তদন্তের চলমান তদন্তের অংশ হিসেবে এই অভিযান চালানো হচ্ছে। তদন্ত অব্যাহত থাকায় আরও অনেক কিছু সামনে আসবে বলে মনে করা হচ্ছে।
#WATCH | Kolkata, West Bengal: ED conducts raid at various places in Kolkata following a financial scam of the trustee fund of a renowned private school in Kolkata.
(Visuals from Alipore) pic.twitter.com/PeFF5URddv
— ANI (@ANI) September 3, 2024