বিজেপির জেলাশাসকের অফিস ঘেরাও কর্মসূচিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী নিশীথ প্রামানিক

আরজি কর-কাণ্ডের প্রতিবাদে বিজেপির (BJP) জেলাশাসক অফিস ঘেরাও অভিযানে গ্রেফতার প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nishith Pramanik)। সোমবার দফায় দফায় পুলিশের সঙ্গে বিজেপি কর্মী-সমর্থকদের…

Rg kar case former state minister Nishith Pramanick arrested for protest against district magistrate

short-samachar

আরজি কর-কাণ্ডের প্রতিবাদে বিজেপির (BJP) জেলাশাসক অফিস ঘেরাও অভিযানে গ্রেফতার প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nishith Pramanik)। সোমবার দফায় দফায় পুলিশের সঙ্গে বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহারের সাগরদিঘি। পুলিশি বাধা পেয়ে জেলাশাসকের অফিস থেকে ঢিল ছোড়া দূরত্বে পুলিশ সুপারের অফিসে ইটবৃষ্টি করেন বিজেপির কর্মী এবং সমর্থকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে বিজেপির কর্মীদের ওপর পাল্টা কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত নিশীথ প্রামানিকসহ ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

   

বেফাঁস মন্তব্যে বিতর্কে কাঞ্চন, বেলাগাম কটাক্ষ ঋত্বিক-সুদীপ্তা

এদিন বেলা ১২ টা থেকেই জেলায় জেলায় শুরু হয়েছে এই অভিযান। ইতিমধ্যে বর্ধমানে জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখাতে পুলিশের সঙ্গে রীতিমতো ধুন্ধুমার বাঁধে বিজেপি কর্মী-সমর্থকদের। রাস্তায়ব্যারিকেড দিয়ে বিজেপি কর্মীদের আটকানোর চেষ্টা করলেই সংঘর্ষে জড়ায় দু-পক্ষ।

বিনীত গোয়েলের অপসারনের দাবিতে লালবাজার অভিযান জুনিয়র ডাক্তারদের

কোচবিবহার ছাড়াও এদিন মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হুগলি, হাওড়া সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জেলা শাসকের দফতর ঘেরাও করার কর্মসূচি নিয়েছে বিজেপি সেই মতো রাস্তায় নেমে জেলার সদর প্রশাসনিক দফতর ঘেরাওয়ের কাজ করবেন বলে দলের তরফে জানানো হয়েছে। কলকাতার আলিপুরে জেলাশাসকের দফতর ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপি নেতৃত্ব।

বিরাট ধাক্কা রাজ্যের, ছাত্রনেতা সায়নের জামিন বহাল রাখল সুপ্রিম কোর্ট

এদিন কোচবিবহার বর্ধমানের পাশাপাশি মালদাতে জেলাশাসকের দফতর ঘেরাও অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার বাঁধে দুপক্ষের। একই ছবি দেখা যায় আসানসোলেও। জেলাশাসকের দফতরে বিক্ষোভ দেখাতে এলেই পুলিশি বাধার মুখে পড়ে বিজেপির কর্মী-সমর্থকেরা। সেইসময়ে পুলিশের ব্যারিকেডে উঠে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মী সমর্থকেরা। পুরুলিয়াতেও একই ছবি ধরা পড়েছে।