আধ ঘণ্টার লুট। ফাঁকা পুরো শপিং মল। কর্তৃপক্ষর মাথায় হাত। কারণ কেউ তো কিছুই কেনেনি। সবাই ইচ্ছেমতো লুট করেছে। দিনেদুপুরে সবার সামনে ডাকাতি হয়েছে। কেউ কেউ আবার সেটা মোবাইল ফোনে রেকর্ডও করেছে। কিন্তু লুট রুখতে পারেনি।
শপিং মল লুটের এ কাহিনি করাচির। আরব সাগরের পাড়ে পাকিস্তানের শহর করাচির (Karachi)। পাক বংশোদ্ভূত এক প্রবাসী পাকিস্তানি করাচিতে শপিং মল খোলেন। উদ্বোধনের দিন ক্রেতাদের জন্য বিশেষ অফার দেওয়া হয়। দামে কম, মানে ভালো- গোছের বিজ্ঞাপনও দেওয়া হয়।
বিজ্ঞাপন দেখে প্রচুর লোক আসেন করাচির ড্রিম বাজার শপিং মলে। ভিড় সামাল দেওয়া যাচ্ছে না। শুরুর দিনই ভালো বিক্রি হবে। ব্যবসা বাড়বে। স্বপ্ন দেখতে শুরু করেছে ড্রিম বাজার কর্তৃপক্ষ।কিন্তু সে গুড়ে বালি।
শপিং মলে আসা ব্যক্তিরা নিজেদের মতো মালপত্র নিয়ে পালাল। কর্তৃপক্ষ কিছুই করতে পারল না। ভিড় সামাল দেওয়ার মতো পরিস্থিতিই ছিল না। লুট রোখা তো অনেক দূরের কথা। বিকেল তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে সব শেষ। ড্রিম বাজারের স্বপ্নভঙ্গ।
গত শুক্রবারের এই ঘটনায় জোর শোরগোল পাকিস্তানে। আর্থিক অনটনে ধুঁকতে থাকা দেশে কয়েক কোটির সম্পত্তি লুট। বিমা সংস্থা ক্ষতিপূরণ হয়তো দেবে। তাতে শপিং মল কর্তৃপক্ষর সুরাহা হবে। কিন্তু সে দেশের অর্থনীতি যে ধাক্কা খেল তা থেকে ঘুরে দাঁড়াতে পারবে না। এমনই মনে করছেন বিশেষজ্ঞরা।
বন্দর শহরে নতুন শপিং মল। বিপুল বিনিয়োগ। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অনেক কর্মসংস্থান। স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশ, এই ঘটনার পর ড্রিম বাজার কর্তৃপক্ষ ব্যবসা গুটিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ কর্মীরা ফের কাজ হারালেন।
A Huge Mall #DreamBazar was built by a #Pakistani foreign businessesman in #Karachi, #Pakistan–
On it’s inauguration yesterday he offered a special discount for #Pakistani locals but #Pakistani Awam wanted a 100% discount, so the whole Mall was looted#Begger #Looteri kaum pic.twitter.com/8aFDPRpZTK— UltaPulta TV (@TvUltapulta) September 1, 2024