আরজি কর (RG Kar case) কাণ্ডে নির্যাতিতার স্মরণে তৈরি হয়েছে ‘অভয়া ক্লিনিক’ (Abhaya clinic) । এবার সেই ‘অভয়া ক্লিনিক’র ব্যাপক সাড়া মিলছে বিভিন্ন ক্যাম্পে। শনিবার থেকে টেলি মেডিসিন পরিষেবা ও ‘অভয়া ক্লিনিক’ চালু করলেন জুনিয়র ডাক্তাররা। নিহত জুনিয়র মহিলা চিকিৎসকের স্মরণে বিভিন্ন মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তাররা চালু করেছেন এই ‘অভয়া ক্লিনিক’।
দলের আত্মসমালোচনার সুর তুলে বিরোধীদের ‘কুরাজনীতি’ নিয়ে সরব কুণাল
আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার বিচার চেয়ে দীর্ঘদিন ধরেই সরব ডাক্তারেরা। এই নৃশংস ঘটনার বিচারের দাবিতে দীর্ঘদিন ধরে কর্মবিরতিও চালিয়ে যাচ্ছেন তাঁরা। এমনকি সুপ্রিম কোর্ট থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের কাজে ফেরার আবেদন করেছিলেন। কিন্তু তাতেও আখেরে লাভ হয়নি। শেষ পর্যন্ত গতকাল অর্থাৎ শনিবার থেকে টেলি মেডিসিন পরিষেবা ও ‘অভয়া ক্লিনিক’ চালু করলেন জুনিয়র ডাক্তাররা।
আর এই কথা আগেই জানিয়েছিল পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্ট। শনিবার থেকে ৪ ঘণ্টার জন্য টেলিমেডিসিন পরিষেবা দেওয়া শুরু হয়েছে। রোজ সকাল ১০ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত এই পরিষেবা পাওয়া যাবে। তবে শুধু আরজি করই নয়, কলকাতা শহরের বিভিন্ন জায়গায় জুনিয়র ডাক্তারের পক্ষ থেকে চালু করা হয়েছে এই ‘অভয়া ক্লিনিক’। জানা গিয়েছে, দু’দিনেই ‘অভয়া ক্লিনিক’ থেকে বেশ ভালো সাড়া মিলতে শুরু করেছে। জুনিয়র ডাক্তারেরা জানিয়েছেন, এই পরিষেবার মাধ্যমে শনিবার প্রায় ৫০০ জন রোগীর চিকিৎসা করা হয়েছে।
দলের আত্মসমালোচনার সুর তুলে বিরোধীদের ‘কুরাজনীতি’ নিয়ে সরব কুণাল
রবিবার এর থেকেও বেশি মানুষ পরিষেবা নিতে আসবে আশাবাদী জুনিয়র ডাক্তারেরা। অনেক রোগীরাই ফোন করে নিজেদের সমস্যার কথা বলছেন। আর ডাক্তাররা সেই মতো প্রেসক্রিপশন লিখে হোয়াটসঅ্যাপ করে দিচ্ছে রোগীদের। এর পাশাপাশি হোয়াটসঅ্যাপের মাধ্যমেও রোগীদের সঙ্গে যোগাযোগ করছেন জুনিয়র ডাক্তাররা। তাহলে এবার দেখে নেওয়া যাক, কোথায় কোথায় চলছে এই ‘অভয়া ক্লিনিক’? উত্তর কলকাতার কুমোরটুলিতে এই চিকিৎসা পরিষেবা দিচ্ছেন আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তারেরা। শুধুমাত্র মৃৎশিল্পীরাই নয়, যে কোনও মানুষ সেখানে গিয়ে জুনিয়র ডাক্তারদের দেখাচ্ছেন।
শিবাজি মূর্তি কাণ্ডে উত্তাল মহারাষ্ট্র, শিন্ডেকে ‘চপ্পল মেরে’ তাড়াতে পথে উদ্বব-শরদ
ধর্মতলায় রয়েছেন কলকাতা মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তারেরা। ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারেরা রয়েছেন হাসপাতলের ২ নম্বর গেটে। হাসপাতালের ১ নম্বর গেটের সামনে হয়েছে এনআরএস হাসপাতালের জুনিয়র ডাক্তারদের ক্যাম্প। এসএসকেম জুনিয়র চিকিৎসকরা পরিষেবা দিচ্ছেন নন্দনের পাশে রানুছায়া মঞ্চে। সেখানে ক্যাম্প করে পরিষেবা দিচ্ছেন এসএসকেএমের জুনিয়র চিকিৎসকরা।