বিজেপি শাসিত রাজ্যে পিটিয়ে খুন বাংলার পরিযায়ী শ্রমিককে

  ফের ভিন রাজ্যে কাজ করতে গিয়ে খুন হলেন বাংলার এক পরিযায়ী শ্রমিক (Migrant Labour Murder)। গো মাংস খাওয়ার অভিযোগ বাংলার এক পরিযায়ী শ্রমিককে বাড়ি…

 

ফের ভিন রাজ্যে কাজ করতে গিয়ে খুন হলেন বাংলার এক পরিযায়ী শ্রমিক (Migrant Labour Murder)। গো মাংস খাওয়ার অভিযোগ বাংলার এক পরিযায়ী শ্রমিককে বাড়ি থেকে তুলে নিয়ে, পিটিয়ে খুনের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল হরিয়ানা (Haryana) রাজ্য। হ্যাঁ ঠিকই শুনেছেন। ঘটনাকে কেন্দ্র করে বাংলা এবং বিজেপি শাসিত রাজ্য হরিয়ানায় চাঞ্চল্য ছড়িয়েছে।

   

হরিয়ানায় ২৩ বছর বয়সী এক বাংলার পরিযায়ী শ্রমিককে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে গোরক্ষক গোষ্ঠীর বিরুদ্ধে। সূত্রের খবর, ২৭ অগস্ট খুন হন সাবির মল্লিক, শুক্রবার সকালে দক্ষিণ ২৪ পরগনায় তাঁর দেহ পৌঁছয়। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিবার। এই ঘটনায় ইতিমধ্যে খুনের মামলা রুজু করেছে হরিয়ানা পুলিশ।

সাবিরের এক আত্মীয়ের দায়ের করা অভিযোগে এই হত্যার জন্য গোরক্ষকদের দায়ী করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার জীবনতলার বাসিন্দা ছিলেন সাবির সাবির। তিনি তার স্ত্রীর সাথে হরিয়ানার বাধরায় থাকতেন এবং গত তিন বছর ধরে স্ক্র্যাপ সংগ্রাহক হিসাবে কাজ করছিলেন। পরিবারের এক সদস্য জানান, ২৭ গস্ট বিকেলে তিন যুবকের একটি দল সাবিরের বাড়ি গিয়ে ভাধরা বাসস্ট্যান্ড থেকে স্ক্র্যাপ কেনার জন্য তাকে তাদের সঙ্গে যেতে অনুরোধ করে।

ভুক্তভোগীর কাকা বাবর আলি মালিক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, ‘সাবির তাঁদের সঙ্গে চলে যায় এবং সন্ধে পর্যন্ত বাড়ি না ফেরায় আমরা খোঁজাখুঁজি শুরু করি। পরের দিন, আমি হরিয়ানা পুলিশের একজন অফিসারের কাছ থেকে একটি ফোন পাই, যিনি আমাকে জানান যে সাবিরের দেহ নিকটবর্তী এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। অজ্ঞাত ব্যক্তিরা তাকে গণপিটুনি দিয়েছে বলেও তারা আমাকে জানানো হয়।’
মৃতের কাকা আরও জানান, ‘ওই এলাকায় আমাদের কয়েকজন আত্মীয় আছেন। তাঁরাই সন্দেহভাজনদের মধ্যে একজনকে গোরক্ষক গোষ্ঠীর সদস্য বলে শনাক্ত করেন। এর আগেও মাংস খাওয়ার জন্য আমাদের হুমকি দেওয়া হত। যেহেতু আমার ভাগ্নে বাংলায় কথা বলতো তাই তাকে বাংলাদেশি বলে মিথ্যে সন্দেহ অবধি করা হয়।’

এদিকে সাবির হত্যার তীব্র নিন্দা করেছেন পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সামিরুল ইসলাম। তিনি বলেন, ‘বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের কাজ করা বিপজ্জনক হয়ে উঠেছে। বিজেপি শাসিত হরিয়ানা বা ওড়িশার মতো রাজ্যে বাংলা ভাষায় কথা বলা বিপজ্জনক, কারণ গোরক্ষকদের মতো আগ্রাসী গোষ্ঠীগুলি তাদের বাংলাদেশি বলে মনে করে। আমরা দাবি জানাচ্ছি, এই ধরনের বর্বরতার বিরুদ্ধে দলমত নির্বিশেষে বাংলার মানুষকে একজোট হয়ে প্রতিবাদ জানাতে হবে।’